ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ১৫ জুলাই, চলবে ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত। এই ভর্তি পরীক্ষা হতে পারে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে।
ভর্তির আবেদনের লিঙ্ক ঃ http://collegeadmission.eis.du.ac.bd
অফিসিয়াল ওয়েবসাইট ঃ http://7college.du.ac.bd/
ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা: ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁরা নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন, তাঁরাই সাত কলেজে ভর্তির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন।
ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৭, বাণিজ্য ইউনিটে দুই জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ন্যূনতম ৬ থাকতে হবে।
অন্যান্য তথ্য:
সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর ৪০ শতাংশ, অর্থাৎ ৪৮ নম্বর পেলে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবেন। সাত কলেজের এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৭৫০ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হচ্ছে -ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি এখানেও প্রকাশ করা হবে।
সকল গুরুত্বপূর্ণ নোটিশ ও ভর্তি নির্দেশিকা সমূহ
বাণিজ্য ইউনিটের ভর্তি নির্দেশিকা- ডাউনলোড করুন
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি নির্দেশিকা – ডাউনলোড করুন
বিজ্ঞান ইউনিটের ভর্তি নির্দেশিকা – ডাউনলোড করুন
Leave a Reply