বিসিএস পরীক্ষাতে সবচেয়ে বেশী মার্কস এর উত্তর দিতে হয় বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে। এর ৩৫ মার্কস এর ভিতরে যারা বেশী মার্কস পায় তাদের প্রিলিমিনারীতে টিকে যাওয়ার সম্ভাবনাও তাই বেড়ে যায়।
মাণনন্টন ও সিলেবাস
ভাষা অংশে ১৫ এবং সাহিত্য অংশে ২০ মার্কস- মোট ৩৫ । আসুন এক নজরে মাণবন্টন দেখে নেয়া যাক-
ভাষা- ১৫ঃ
প্রয়োগ-অপপ্রয়োগ, বাক্য শুদ্ধি, বানান শুদ্ধি, পরিভাষা(ইংরেজী জানলে বাংলা পরীক্ষায়ও কাজে লাগে), ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস।
(বিশেষজ্ঞরা বলেন, এর বাইরে থেকেও প্রশ্ন হতে পারে)
সাহিত্য- ২০ঃ
ক) প্রাচীন ও মধ্যযুগ- ০৫
খ) আধুনিক যুগ-১৫
আসুন ভিডিওতে কিছু প্রাসঙ্গিক আলোচনা দেখে নেই-
https://www.youtube.com/watch?v=8ptTUmujSgA
ভাষা বিষয়ে প্রস্তুতির জন্য নবম- দশম শ্রেণীর পাঠ্যবই যথেষ্ট। আর সাহিত্য বিষয়ে প্রস্তুতির জন্য একটু বিশ্লেশনাত্মক হতে হবে-প্রাচীন এবং মধ্যযুগে মাত্র ৫ মার্কস, কিন্তু এখানে লেখকদের(কবি বলা উচিত, কারণ এরা সবাই কবি ছিলেন) সংখ্যাটা নির্দিষ্ট। নতুন কেউ এসে মধ্যযুগে লিখতে পারবেন না।
আধুনিক যুগের সিলেবাস ব্যপক হলেও কয়েকজন লেখক থেকে প্রশ্ন আসবেই। সবচেয়ে বেশী গুরুত্ব দিতে পারেন-
১. রবীন্দ্রনাথ ঠাকুর
২. কাজী নজরুল ইসলাম
৩. মাইকেল মধুসূদন দত্ত
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর(এবং এরকম যারা কোন বিশেষ কারণে বিখ্যাত)
প্রথম তিনজন ছাড়া আধুনিক সাহিত্য অচল, শেষজন দেখিয়েছেন কিভাবে বাংলায় গদ্য লেখা যায়। তাই, এদের থেকে প্রশ্ন আসবেই। আর একটা কথা মনে রাখবেন- “বিখ্যাত লেখকদের অখ্যাত লেখা এবং অখ্যাত লেখকদের সবচেয়ে বিখ্যাত লেখাটিই কেবল বিসিএস পরীক্ষায় আসে।”
সিলেবাসের সবগুলো অংশ নিয়েই আমাদের বিশ্লেষনমূলক এবং ছবি ও ভিডিওযুক্ত লেখা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। চোখ রাখুন।
লেখাটি পূর্বে প্রকাশিতঃ বাংলা ভাষা ও সাহিত্য || বিসিএস সিলেবাস বিশ্লেষণ
Leave a Reply