ইংরেজি শিখুন এখনই নইলে পরে

আমরা অনেকেই ইংরেজি বই পড়ি না বা ইংরেজি বই পড়তে মোটামোটিভাবে ভয় পাই। কিন্তু আপনারা এটাও জানেন বিশ্বকে জানতে হলে ইংরেজিও জানতেই হবে। আর ইংরেজি আপনাকে কতখানি এগিয়ে দিতে পারে তা অবশ্যই আমাকে বলে দিতে হবে না।

কিন্তু ইংরেজি শেখার সহজ উপায়টা কি ?? আসলে ইংরেজি শেখার সহজ কোন উপায়ই নেই। একটি ছোট শিশু পিতা-মাতার কাছ থেকে সর্বপ্রথম যে শব্দগুলো বেশি শোনে তাই উচ্চারন করতে শেখে। তাই আপনাকেও কোনো ভালো শিক্ষকের কাছ থেকে শুনে শুনে শিখতে হবে।

প্রকৃত পক্ষে এর চেয়ে ভাষা শেখার আর কোনো ভালো পদ্ধতি পৃথিবীতে নেই। তাহলে এই পদ্ধতিতে অর্থাৎ  সবচেয়ে ভালো পদ্ধতিতেই কি আমাদের ইংরেজি শেখা উচিত নয়? কিন্তু এ পদ্ধতিতে ইংরেজি শিখতে সবার প্রথমে কি করতে হবে ?

ভালো কোনো ব্যাক্তি অথবা কোনো শিক্ষকের কাছ থেকে শিখতে হবে.

ইংরেজি শিখতে যোগাযোগ করুন

Essential English for Life

 Mamun’s Care    01556109109

 

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*