জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত পরীক্ষা সমূহের পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস বহন ও ব্যবহার সম্পর্কে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করে বলা হয়েছে, পরীক্ষা রেগুলেশন এর ২৩ এর (জ) ধারা অনুযায়ী, “পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোন প্রকাশ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোন পরীক্ষার্থীর নিকট মোবাইল ফোন বা কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার ঐ দিনের পরীক্ষা বাতিল হয়ে যাবে”
এছাড়া, রেগুলেশনের ধারা ৪০ এ পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত অপরাধ এর (ছ) “পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তর পত্রের শেষ পৃষ্ঠায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলী এর ধারা ৮ এবং প্রবেশ পত্রে পরীক্ষার্থীর জন্য নির্দেশাবলী এর ধারা ৮ নং ধারায় উল্লেখ করা করা আছে।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক এবং পরীক্ষার্থীরা পরীক্ষা হলে মোবাইল ফোনসহ প্রবেশ করে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থীকে সচেতন করে পরীক্ষা হলে মোবাইল ফোনসহ প্রবেশাধিকার থেকে বিরত রাখতে হবে।
এতদসত্বেও কোন পরীক্ষার্থী পরীক্ষা আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোপন রিপোর্ট প্রেরণ Report প্রেরণ করা যাবে। পরীক্ষা হলে শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Leave a Reply