মোহাম্মদ রাহাদ রাজা (ভ্রাম্যমাণ প্রতিনিধি) # কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পালিত হয় গত ১৮ মার্চ’১৭ তারিখে।
যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পালিত অনুষ্ঠানে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কু্ষ্টিয়া জেলা প্রশাসক মোঃ জহির রায়হান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সাকিব আল রাব্বি, কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আকুল উদ্দিন, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান সাবু।
অনুষ্ঠানের শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন স্থানীয় গুনীজন। হাফেজ মোঃ মতিউর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান। তিনি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার সাকিব আল রাব্বি বলেন, কুমারখালীর পুরাতন জনপদে বহু গুনী মহতি মানুষের পদচারনা এ যদুবয়রাতে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জহির রায়হান বলেন, কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়টি প্রত্যান্ত অঞ্চলে হলেও এখানে ফুটেছে নতুন নতুন ফুল। শত প্রতিকুলতার মাঝে এখানকার শিক্ষার্থীদের অনেক সুনাম পেয়েছি। গ্রামের ছেলে হয়ে আমি আজ এখানে। তোমরা মাদক থেকে দুরে থাকবে। মাদকসেবী কোন বন্ধু কখনও ভাল বন্ধু হতে পারেনা। নারী শিক্ষা প্রসারে তোমরা অনেক এগিয়ে যাবে। বাল্য বিবাহ কে না বলি। তোমরা সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাও হবে দেশের উজ্জল নক্ষত্র।
পরিশেষে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে সকলকে এগিয়ে আসতে উদাত্ত আহব্বান জানিয়ে আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
Leave a Reply