বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়, অনার্স সকল বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যে সকল নীতিমালা পরিবর্তন এনেছে তা হলোঃ
সকল শিক্ষার্থীকে মোট ৪টি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
ক্লাস ভিত্তিক পরীক্ষাঃ ৩টি
১| ১ম ইনকোর্স পরীক্ষা।
২| ২য় ইনকোর্স পরীক্ষা।
৩| টেস্ট পরীক্ষা। এবং
৪| ফাইনাল পরীক্ষাঃ ১টি
সকল পরীক্ষার সময় সূচীঃ
—[ ১ম ইনকোর্স পরীক্ষা ]—
যে দিন থেকে কলেজে ভর্তি হবে (১ম বর্ষের জন্য) জন্য) সেদিন থেকে ৩ মাসের ভিতরে ১ম ইনকোর্স পরীক্ষা হবে।
কলেজের ফাইনাল পরীক্ষা শেষ হবে (২য়,৩য় ও ৪র্থ বর্ষের জন্য) সেদিন থেকে ৩ মাসের ভিতরে ১ম ইনকোর্স পরীক্ষা হবে।
১ম ইনকোর্স পরীক্ষার তারিখ কলেজ থেকে স্যার জানাবেন।
—[ ২য় ইনকোর্স পরীক্ষা ]—
যে দিন থেকে ১ম ইনকোর্স পরীক্ষা শেষ হবে সেদিন থেকে ৩ মাসের ভিতরে ২য় ইনকোর্স পরীক্ষা হবে।
২য় ইনকোর্স পরীক্ষার তারিখ কলেজ থেকে স্যার জানাবেন।
—–[ টেস্ট পরীক্ষা ]——
যে দিন থেকে ২য় ইনকোর্স পরীক্ষা শেষ হবে সে দিন থেকে ২ মাসের ভিতরে টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষার তারিখ কলেজ থেকে স্যার জানাবেন।
—–[ ফাইনাল পরীক্ষা ]—–
জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইনাল পরীক্ষার রুটিন করবে। এই ফাইনাল পরীক্ষা কবে হবে কর্তৃপক্ষ ছাড়া কেউ বলতে পারবে না।
Leave a Reply