মেধাবী ছাত্র আরমানকে বাঁচাতে সবাই তার পাশে দাঁড়ান

মানুষ মানুষের জন্য। সমাজে

বসবাস করা মানুষ একে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। তেমনিই মেধাবী ছাত্র আরমান মোস্তাফিজকে বাঁচাতে হলে পাশে দাঁড়াতে হবে সবার। দীর্ঘদিন যাবৎ সে ব্রেইন টিউমার ব্যাধিতে ভুগছেন। সে বর্তমানে স্কয়ার হাসপাতালের নিউরন সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর ডা: ওরি জর্জ চাকু এর অধীনে চিকিৎসা সেবা নিচ্ছে।

কিন্তু ডা: ওরি জর্জ চাকু বলেছেন, অতি শ্রীঘ্রই অপারেশন করাতে হবে। তাহলে সুস্থ হবার সম্ভাবনা ৯০%। তিনি আরো বলেন, অপারেশন করাতে ভারতও যেতে হতে পারে।

আরমান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। স্বামী হারা স্ত্রীর পক্ষে তার কলিজার ধন সন্তানকে বাঁচানো সম্ভব নয়। তিনি সমাজ ও দেশের বিত্তবানসহ সকল মানুষের কাছে তার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসতে বলেছেন। শুধুমাত্র মানুষের ভালোবাসা ও আর্থিক সাহায্য করলেই আরমান আট দশজনের মত স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। আমরা কি পারবো আরমানকে বাঁচাতে?

আরমান এমনই দরিদ্র পরিবারের সন্তান যার নামে কোন ব্যাংকে একাউন্ট নেই। আরমানের চিকিৎসার জন্য সাহায্য পাঠান:

বিকাশ- ০১৮৩৯৮৩১৯৮৮ (পার্সোনাল)

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং- ০১৮৬৮০৬২১৬১৮

ডাচ বাংলা- মোঃ শেখ ফরিদ, হিসাব নং- ১১৯.১০৫.১৬৪৭২

দনিয়া শাখা।

উল্লেখ্য যে, আরমান মোস্তাফিজ ২০১৫ সালের এস.এস.সি পরীক্ষায় নারায়ণগঞ্জে প্রথম, ২০১৩ সালের জে.এস.সি পরীক্ষায় আড়াইহাজার উপজেলায় প্রথম হয়েছে।

বর্তমানে সে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

আসুন আমরা দরিদ্র পরিবারের মেধাবী সন্তান কে চিকিৎসার জন্য যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সাহায্য করি। আমাদের প্রচেষ্টায় বেঁচে উঠবে একটি প্রাণ, আমরা পাব একটি ফুটন্ত ফুল।





About অরণ্য সৌরভ 47 Articles
আমি অরণ্য সৌরভ, লেখাপড়া করছি সরকারী সফর আলী কলেজ আড়াইহাজার, নারায়নগঞ্জ। পাশাপাশি কবি ও সাংবাদিক হিসেবে কাজ করছি মাসিক "হাতেখড়ি"তে showrov2500@gmail.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*