২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা ৩০ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে| এবার ভর্তির আবেদন প্রক্রিয়া ২৭ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল রাত ১১.৫৯ পর্যন্ত (অনলাইনে) চলবে|
আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে পরিশোধ করতে হয়। এরপর প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া ২৪-২৬ এপ্রিল তারিখের মধ্যে টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
২০২০-২১ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজসমূহে ভর্তির আবেদন, প্রবেশ পত্র ডাউনলোড ও ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটের ঠিকানাঃ
dghs.teletalk.com.bd
আবেদনের যোগ্যতাঃ
- ২০১৭ বা ২০১৮ সালের এস.এস.সি এবং ২০১৯ বা ২০২০ সালের এইচ.এস.সি পরীক্ষায় পাশকৃত পরীক্ষার্থীরা কেবলমাত্র অংশগ্রহনের সুযোগ পাবেন।
- ২০১৭ সালের পূর্বে পাশকৃত পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
- দেশের যেকোন বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএর যোগফল কমপক্ষে ৯.০০ হতে হবে।
- সকল উপজাতীয় (পার্বত্য ও সমতল জেলা) প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না।
- সকলের জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যুনতম জিপি ৩.৫০ থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতিঃ
- পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরে। জিপিএ ২০০ এবং লিখিত পরীক্ষা ১০০ নম্বর।
জিপিএর হিসাব
- এসএসসির জিপিএ এর ১৫ গুণ = ৭৫
- এইচএসসির জিপিএ এর ২৫ গুণ = ১২৫
লিখিত পরীক্ষার মানবন্টনঃ
✎ জীববিজ্ঞান- ৩০
✎ পদার্থ- ২০
✎ রসায়ন- ২৫
✎ ইংরেজী- ১৫
✎ সাধারণ জ্ঞান- ১০ ( বাংলদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ)
উল্লেখ্য, MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০|
ইতিমধ্যেই সরকারি মেডিকেলে কিংবা ডেন্টাল কলেজে ভর্তি থাকা কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে, তার মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।
ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
[বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া মাত্র স্বাস্থ্য অধিদপ্তর এর ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও জানা যাবে।
বিডিএস কোর্সে ভর্তির জন্য ১ম দফা মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা পাবেন এখানে
Leave a Reply