আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির গুরুত্ব কতটা তা আমরা ভালভাবেই জানি। আধুনিক বিশ্বে এর প্রয়োজনীয়তা রয়েছে অফিস-আদালত থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই। সঠিকভাবে ইংরেজি বলতে ও বুঝতে পারা ক্যারিয়ার গঠনেও সহায়ক। তাই অন্যান্য যোগ্যতার পাশাপাশি ভাল ইংরেজি জানা থাকলে জীবনে এগিয়ে যাওয়াটাও অনেক গতিশীল হয়।
বাংলা আমাদের মাতৃভাষা হওয়ায় অনেকেই আমরা ইংরেজিতে দুর্বল থাকি। যার ফলে দেখা যায়, একাডেমিক এবং দেশের বাইরে যাবার জন্য আমাদের প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু ক্যারিয়ারে ভাল ফলাফল এমনকি দেশের বাইরে গিয়ে উচ্চ শিক্ষায় ডিগ্রি লাভের জন্য আমাদের ইংরেজি শিক্ষার কোন বিকল্প নেই।
মাতৃভাষা ব্যতিত অন্য ভাষা আয়ত্তে আনা চারটি খানি কথা নয়। প্রয়োজন সেই ভাষা শেখার ধৈর্য্য, সেই ভাষার প্রতি শ্রদ্ধা আর সাধনা। ইচ্ছা থাকলে তা কখনই অসম্ভব নয়।
ইংরেজি ভাষা শেখার জন্য অসংখ্য বই বাজারে আছে। কিন্তু সর্ব স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখার সব ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন বই নেই বললেও চলে। শুধু তাই নয়, বাংলা ভাষায় এমন কোন ইংলিশ স্পোকেন বই নেই যা পড়ে শিক্ষার্থীরা নিজেরাই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। ফলে শিক্ষার্থীদের প্রতিক্ষেত্রেই কোচিং এর সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয়, নিজে নিজে ইংরেজি ভাষা শেখা তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার যারা ভালো শিক্ষক ও কোচিং এর সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন তারা ইংরেজি ভাষাকে পরিহার করা শুরু করে, একসময় তাঁদের মধ্যে ইংলিশ ভীতি সৃষ্টি হয় যা তাঁদের চির জীবনের দুঃখে পরিণত হয়।
যারা বই পড়তে ভালোবাসেন তারা আমার বই ডাউনলোড সাইট ☞http://www.ebookstallbd.blogspot.com
থেকে ঘুরে আসতে পারেন ৷ এখানে সব ধরনের বই পাবেন বিনামূল্যে পিডিএফ আকারে। সহজ ও দ্রুত ডাউনলোড লিংকসহ।
এখানে পাবেন বিভিন্ন কম্পিউার বিষয়ের বই, ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ের বই, মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট) বই, বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদকৃত বই, উপন্যাস বই, গল্পের বই, বাংলা ভাষার সকল লেখকদের বই, বিভিন্ন বিখ্যাত কাব্যগ্রন্থ বইসহ আরো অনেক ধরনের বই।
এই বইগুলো যদি আপনার ভাল লাগে তাহলে দয়া করে টিউনের নিচের লাইক বা শেয়ার অপশনের মাধ্যমে আপনার ফেসবুকে ওয়ালে শেয়ার করবেন , কতক্ষনই বা সময় লাগে একটা লাইক বা শেয়ার করতে ,অথচ এই সামান্য লাইক আমার বই গুলো কে সাধারন মানুষের কাছে পোঁছে দিতে সহায়তা করবে …
তাছাড়া আপনার এই লাইক বা শেয়ারের ফলে আপনার কোন না কোন বন্ধুর অনেক উপকারে হতে পারে…
আপনাদের উপকারের জন্য আমি এতো কষ্ট করে ই-বুক তৈরি করতে পারি, আর আপনারা সামান্য লাইক দিয়ে আমাকে আরো ই-বুক লিখার জন্য আমাকে উৎসাহিত করতে পারবেন না…!
আপনাদের উপকারের জন্য আমি এতো কষ্ট করে ই-বুক তৈরি করতে পারি, আর আপনারা সামান্য লাইক দিয়ে আমাকে আরো ই-বুক লিখার জন্য আমাকে উৎসাহিত করতে পারবেন না…!
বাংলা ই-বুক, সফটওয়্যার ,শিক্ষণীয় তথ্য ও বিভিন্ন টিপস সম্পর্কে আপডেট পেতে চাইলে“বাংলা বইয়ের [ফ্রি বাংলা ইবুক] এই ফেসবুক পেজে “লইক দিতে পারেন … আশা করি এতে আপনার কোন ক্ষতি হবে না তাছাড়া এই পেইজে কখনো অ্যাড দেওয়া হবে না … তবে আপনাদের 100% উপকারে আসবে …
বিশ্বাস না হলে পেইজের আগের টিউন গুলো একবার দেখে আসুন ……
আর সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে আমি একটা দুইটা বই বা সফটওয়্যার আমার পেইজে শেয়ার করি কারন একটা দুইটা বই বা সফটওয়্যার এর জন্য টিউন করা কেমন জানি লাগে …
আর সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে আমি একটা দুইটা বই বা সফটওয়্যার আমার পেইজে শেয়ার করি কারন একটা দুইটা বই বা সফটওয়্যার এর জন্য টিউন করা কেমন জানি লাগে …
পেইজ লাইকে যদি কারো সমস্যা থাকে তারা চাইলে আমাকে ফলো করে আপডেট পেতে পারেন …।
আসলে আমার উদ্দেশ্য অন্যকে ভালো কিছু জানানো …
ই-বুক পড়ুন নিজের জ্ঞান বৃদ্ধি করুন…………..
শেয়ার করে বন্ধুদের ও জ্ঞান লাভের সুযোগ করে দিন …
Leave a Reply