বাংলাদেশের ফ্যাশনে ডেনিমের অপার সম্ভাবনা / পর্ব -০১

ডেনিম । নামটি শুনলেই কেমন এক ধরনের খসখসের অনুভুতি মনে হয়। যুগ যুগ ধরে ডেনিমের ব্যাবহার যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সময়ের বিবরতনের সাথে ডেনিম পোশাক আজ জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। সেই দিক দিয়ে আমাদের দেশও পিছিয়ে নেই। কি ছেলে, কি মেয়ে, কেউই আজ ডেনিম কে না বলার কারন নাই।

Denimআগে এমন একটা সময় ছিল ,শুধু ঊচ্চ বিত্তদের মাঝে এটা বিচরন করত। চলমান ফ্যাশন ধারায় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে প্রশ্চত্তের ডেনিম। বাংলাদেশের ফ্যাশন ধারায় ডেনিমের এক বিশাল পরিবর্তন আনেছে এই সময়ের ফ্যাশন ডিজাইনারদের হাত ধরে। ডেনিম কে তারা নিয়ে গেছে এক অন্য রকমের ফ্যাশন জগতে। আজ ললনাদের পরনে ডেনিম শাড়ী, কুর্তা, সেলওার কামিজ, ফতুওা, পাঞ্জাবি সবকিছুই এক ভিন্ন ধারার উপস্থাপন।

বাংলাদেশের আবহাওয়া কিছু আসুবিধা থাকা সত্তেও এর জোয়ার বেড়েই চলছে। গরমের সময় এটার ব্যবহার কি করে আরামদায়ক করা যায় ,সেটা নিয়ে ফ্যাশন ডিজাইনারা দিন রাত গবেষনা করে যাচ্ছে। অসুবিধার কারণ হয়ে দাড়িয়েছে, গুন গত মানের দিক দিয়ে কাপড়ের বুনন আর নিরমান কৌশল হতে হবে আরও উন্নত ও প্রযুক্তিগত। শীতকালে এটার ব্যাবহার বেশি হলেও ,সারা বছর এই ডেনিম কি করে সবার কাছে গ্রহন যোগ্য হয় সেটাই দেখার বিষয়।

কিছু অন্য রকমের স্টাইল আর নকশায় বৈচিত্য আনলেই ,এক যুগান্তরি ফ্যাশনে পরিনত হতে পারে। সময়ের সাথে তাল মিলিয়ে ডেনিম ফ্যাশন কে বাংলাদেশের উপযোগী করে তোলাই এক নতুন চেলেঞ্জ।

লেখা – মোরশেদ মহিউদ্দিন,

সিনিয়র লেকচারার,

বিজিএম,ই,এ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি।

ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইন।

ডেনিম এক্সপার্ট।

এক্স প্রডাক্ট ডেভেলপার ,

কলাম্বিয়া গারমেন্টস।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*