মানবিক ও কমার্সের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে কিন্তু কোচিং করবেনা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা বিভাগ পরিবর্তন করে কমার্স ও মানবিকের ইউনিটে পরীক্ষা দিবা তারা এই বই গুলো ফলো করতে পারো ।
(সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য)
বাংলাঃ
১) বাংলা বিচিএা (Joykoli Publications)
২) নবম-দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ বোর্ড বই
৩) একাদশ শ্রেনীর বাংলা ১ম পত্র (বাংলা সংকলন) বই
ইংরেজীঃ
1. Apex
2. English For Competitive Exams (Professor’s Prokashon)
3. English Bichitra -Joykoly publication
4. একাদশ শ্রেনীর ইংরেজী ১ম পত্র বইটা
সাধারন জ্ঞানঃ
১।জ্ঞান সিন্ধু (Paragon Publications)
২। MP3 যেকোনো একটা । এই বই এর পাশাপাশি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা।
গণিতঃ
১) সাইফুরস ম্যাথ অথবা
২) জয়কলি ভার্সিটি ম্যাথ ( For Arts & Commerce )
[ জাবি সহ আরো কয়েকটা ভার্সিটিতে মানবিক / কমার্সের ইউনিটেও ম্যাথ আসে । এগুলো ৯-১০ এর সাধারণ গণিত । এর জন্য এই দুইটা বইয়ের যেকোন একটা ফলো করলেই হবে ।]
IQ (আইকিউ বা বুদ্ধিমত্তা):
IQ এর জন্য S@ifur’s IQ এবং UCC পাবলিকেশন্স এর ম্যাথ বুলেটিন এর IQ অংশটুকু ফলো করতে পারো।
( জাবি ও খুবিতে IQ থেকেও প্রশ্ন হয় )
এগুলোর পাশাপাশি ভার্সিটির প্রশ্নব্যাংক অবশ্যই সমাধান করতে হবে । ঢাবি ও জবির জন্য জয়কলি । জাবির জন্য সংশপ্তক।
ঢাবির , জবির, ববির খ/ ঘ ইউনিটে পরীক্ষা দিতে বাংলা, ইংরেজি , সাধারণ জ্ঞান পড়তে হয় । এই তিন বিষয়ের জন্য যে বই গুলোর নাম বলেছি সেগুলো পড়ে ফেলো আর প্রশ্নব্যাংক সলভ করতে ভুলো না যেনো । আবার জাবির খ ইউনিটের জন্য এই তিন বিষয়ের পাশাপাশি ম্যাথ ও আইকিও পড়়তে হয়।
Leave a Reply