জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
তিনটি বিভাগ হল, ‘ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট’, ‘বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি’ এবং ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি’। আগামী ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নতুন এই তিন বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
নতুন এই তিন বিভাগের মধ্যে সরকারের নির্দেশ অনুযায়ী একটি এবং চাকরির বাজারে চাহিদা থাকায় বাকি দু’টি বিভাগ খোলা হয়েছে।
Leave a Reply