২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ ,সাতক্ষীরা, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ও নওগায় অবস্থিত ১১ টি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) এ ৩ (তিন) বৎসর মেয়াদী কোর্স + ০১ (এক) বৎসর ইন্টার্নশীপ সহ ডিপ্লোমা কোর্স এবং ১৫টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী-জামালপুর, গোপালগঞ্জ ও গাজীপুরে ৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছ এই সংক্রান্ত শর্তাবলী নিম্নে তুলে দেওয়া হলোঃ
- প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- একযোগে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে নির্ধারিত সরকারি IHT ও MATS এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ভর্তির যোগ্যতাঃ ২০১৮ থেকে ২০২২ সালে এসএসসি/সমমান বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ন্যূনতম জিপিএ ২.৫ (পয়েন্ট) অর্জন করতে হবে এবং অবশ্যই জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।
- O-Level এবং বিদেশ থেকে পাশ করেছেন যেসব প্রার্থী, তদারকে Director, Medical Education এর কাছে ২০০০/- টাকার পে অর্ডার দিয়ে Equivalence Certificate ID ও ID Code সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পূরণ করা যাবেনা। বিভাগীয় প্রার্থীদের পূর্বেই Director, Medical Education এর কাছ থেকে ID Code সংগ্রহ করতে হবে।
- আবেদনের সময়সীমাঃ SMS এবং Online এ আবেদন করার শুরুর তারিখ ১৮/১২/২০২২ সকাল ১০টা এবং আবেদন করার শেষ তারিখ ১১/০১/২০২৩ রাত ১১ঃ৫৯ মিনিট।
- প্রবেশপত্র ডাউনলোডঃ ২৩/০১/২০২৩ থেকে ২৬/০১/২০২৩ তারিখ পর্যন্ত।
- স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভর্তি পরীক্ষার ফলাফল ও অপেক্ষমান তালিকা উভয় ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- ভর্তির জন্য সাময়িক ভাবে নির্বাচিত তালিকা ও অপেক্ষমান তালিকা একই সাথে প্রকাশ করা হবে।
- ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট – www.dghs.gov.bd এর পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও জানা যাবে।
অনলাইনে আবেদন ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত ওয়েবসাইটের ঠিকানাঃ dghs.teletalk.com.bd
২০২২-২৩ শিক্ষাবর্ষে MATS ও IHT কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে এই লিংকে
২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি
টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আবেদন করার পদ্ধতিঃ
১ম এসএমএসঃ মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে DGHS<space>বোর্ডের ১ম তিন অক্ষর<space>এসএসসির রোল<space>পাশের সাল<space>একটি MATS,একটি IHT (কোড গুলা নিচের বিজ্ঞপ্তিতে দেয়া আছে)<space>ডিভিশন কোড (আপনি যে বিভাগের সে বিভাগের কোড দিবেন)<space>কোটা থাকলে কোটা কোড দিবেন এবং সেন্ড করবেন 16222 এই নম্বরে।
উদাহরণঃ DGHS COM 123456 2019 43,114 6 FQ
২য় এসএমএসঃ
১ম ম্যাসেজ পাঠানোর পরে প্রাপ্ত PIN Number সংগ্রহ করে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে DGHS<space>YES<space>PIN Number<space>Exam Center Code (নিচের বিজ্ঞপ্তিতে কোড দেয়া আছে)<space>আপনার সচল যেকোন একটি মোবাইল নম্বর লিখে সেন্ড করবেন 16222 এই নম্বরে।
উদাহরণঃ DGHS YES 12345678 85 01xxxxxxxxx
[বিজ্ঞপ্তি ডাউনলোড করুন]
Leave a Reply