ইতিহাসের এই দিনে – ৩১শে মে

বিশেষ দিবস

ঘটনাবলী

  • ৫২৬ সালের এই দিনে একটি ভয়ংকর মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল তুর্কিতে। সে সময়ই মারা গিয়েছিল প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষ।
  • ১৭৯০ সালের এই দিনে মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
  • ১৯০২ সালের এই দিনে বোয়ের যুদ্ধের অবসান হয়।
  • ১৯১০ সালের এই দিনে মে ব্রিটিশ শাসনের আওতায় দক্ষিণ আফ্রিকা স্বায়ত্তশাসন লাভ করে।
  • ১৯১১ সালের এই দিনে ৩৪ বছর দুর্দান্ত প্রতাপের সঙ্গে রাষ্ট্র চালানোর পর মেক্সিকোর প্রেসিডেন্ট জে. পোরফিরিও দিয়াজের ফ্রান্সে নির্বাসন করেন।
  • ১৯৩১ সালের এই দিনে আরব বিশ্বে সর্বপ্রথম (বাহরাইনে) তেল আবিষ্কৃত হয়।
  • ১৯৩৫ সালের এই দিনে পাকিস্তানের কোয়েটায় প্রলয়ঙ্করী ভূমিকম্পে ৫০ হাজার লোক নিহত হয়।
  • ১৯৪১ সালের এই দিনে জার্মানিতে গথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।
  • ১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাবমেরিন একাধারে সিডনিতে আঘাত করে।
  • ১৯৬১ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।
  • ১৯৬২ সালের এই দিনে জার্মান যুদ্ধাপরাধী এ্যাডলফ আইখম্যানের ফাঁসি কার্যকর করা হয়।
  • ১৯৭০ সালের এই দিনে পেরুতে ভূমিকম্পে ৬৬ হাজার লোক নিহত হয় এবং ২০ হাজার জন নিখোঁজ হন।
  • ১৯৮১ সালের এই দিনে ভারত পৃথিবীর কক্ষপথে ‘রোহিনী-২’ উৎক্ষেপণ করে।
  • ১৯৮৯ সালের এই দিনে প্রেসিডেন্ট গোল্ডকাপে দ. কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফুটবল ট্রফি অর্জন করে।
  • ১৯৯৫ সালের এই দিনে রাশিয়া ন্যাটোর সদস্য পদ গ্রহণ করে।
  • ১৯৯৮ সালের এই দিনে আফগানিস্তানে ভূমিকম্পে পাঁচ সহস্রাধিক লোক নিহত এবং বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।
  • ২০০৭ সালের এই দিনে আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর একটি হেভিলিফট চিনুক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে তালেবান বাহিনী।

জন্ম

  • ১৮১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্ট হুইটম্যান, তিনি ছিলেন একজন মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।
  • ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেন্ট-জন পারসে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি।
  • ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডন আমেচে, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়।
  • ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাউরিচে আলাইস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও পদার্থবিজ্ঞানী।
  • ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিয়েন-শিউং উ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিজ্ঞানী।
  • ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন রবার্ট শ্রিফার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
  • ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস জে ইগনারো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদ।
  • ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাইনার ওয়েরনের ফাসবিন্ডের, জার্মান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
  • ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরেন্ট বাগবো, তিনি আইভরি কোস্টের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
  • ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সভেতলানা আলেক্সিয়েভিচ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশিয় সাংবাদিক ও লেখক।
  • ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়া ডি কেসারিস, তিনি ইতালীয় রেস্‌ গাড়ী চালক।
  • ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর মিহাই অরবান, তিনি হাঙ্গেরীয় রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুক ক্রিস্টা ক্যামিলি শিল্ডস, তিনি আমেরিকান মডেল, অভিনেত্রী ও প্রযোজক।
  • ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোশন মহানামা, তিনি শ্রীলংকান ক্রিকেটার ও রেফারি।
  • ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন ফারেল, তিনি আইরিশ অভিনেতা।
  • ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল বনেরা, তিনি ইতালিয়ান ফুটবল।
  • ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো রয়েস, তিনি জার্মান ফুটবলার।

মৃত্যু

  • ০৪৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেট্রোনিয়াস ম্যাক্সিমাস, তিনি ছিলেন রোমান সম্রাট।
  • ১১৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় গেযা, তিনি ছিলেন হাঙ্গেরির রাজা।
  • ১৫৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টিন্টরেটো, তিনি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
  • ১৮০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যোশেফ হেইডেন, তিনি ছিলেন অস্ট্রীয় পিয়ানোবাদক ও সুরকার।
  • ১৮৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এভারিস্ত গালোয়া, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
  • ১৮৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুসতাভ রবার্ট কিরসোফ, তিনি ছিলেন জার্মানীর বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।
  • ১৯১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ ব্ল্যাকওয়েল, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক।
  • ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন  কি ইনুকাই, তিনি ছিলেন জাপানের প্রধানমন্ত্রী।
  • ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকউয়েস মনোড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি জীববিজ্ঞানী।
  • ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিও জেমস রেইনওয়াটার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
  • ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেইমন্ড ডেভিস জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*