ইতিহাসের এই দিনে – ১৭ই মে

Advertisements

বিশেষ দিবস

  • বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।
  • বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।

ঘটনাবলী

  • ১৪২৬ সালের এই দিনে পর্তুগালে পৃথিবীর ইতিহাসের প্রথম নৌচালনা সংক্রান্ত স্কুল প্রতিষ্ঠিত হয়।
  • ১৫৪০ সালের এই দিনে শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাস্ত করেন।
  • ১৭৭৫ সালের এই দিনে ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৮৬৫ সালের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিদের এক সম্মেলনে যোগাযোগ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮৮১ সালের এই দিনে নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।
  • ১৯২০ সালের এই দিনে বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে।
  • ১৯৩৪ সালের এই দিনে বুলগেরিয়ায় নির্বাচিত সরকার হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
  • ১৯৪০ সালের এই দিনে জার্মান বাহিনী ফ্রান্স অধিকার করে নেয়।
  • ১৯৪৬ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর পর ইতালির জনগণ এক গণভোটে প্রজাতন্ত্রী ব্যবস্থার পক্ষে রায় দেয়।
  • ১৯৭৪ সালের এই দিনে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়। এ হামলায় আরো অন্তত ১০০ জন আহত হয়।
  • ১৯৭৫ সালের এই দিনে প্রথম মহিলা পর্বতারোহী জাপানের জনুকা এভারেস্ট জয় করেন।
  • ১৯৭৮ সালের এই দিনে চার্লি চ্যাপলিনের চুরি হয়ে যাওয়া মৃতদেহ পুনরায় উদ্ধার করা হয়। ৮৮ বছর বয়সে এই ভুবন বিখ্যাত কৌতুকাভিনেতা সর্বশেষ ক্রিসমাসের দিনে মারা যান।
  • ১৯৮১ সালের এই দিনে শেখ হাসিনা ১৯৭৫-এর ১৫ আগস্টের পর প্রথম স্বদেশ প্রত্যাবর্তন করেন।
  • ১৯৯৪ সালের এই দিনে মালাবিতে ৩০ বছরের মধ্যে প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত।
  • ১৯৯৭ সালের এই দিনে জায়ারের নাম পরিবর্তন করে কঙ্গো প্রজাতন্ত্র ঘোষণা।
  • ১৯৯৯ সালের এই দিনে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অভিষেক হয়।
  • ১৯৯৯ সালের এই দিনে ইসরায়েলে লেবার পার্টি প্রার্থী ইহুদ বারাকের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জয়লাভ।
  • ২০০০ সালের এই দিনে প্রথম ব্রিটিশ রয়্যাল কমান্ডোরা বৈরী আবহাওয়ার মধ্যেও উত্তর মেরুতে পৌঁছেন।
  • ২০০১ সালের এই দিনে দারিদ্র্যবিমোচন সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনে একটি নতুন ওয়ার্ল্ড ট্রেড ইউনিভার্সিটি চালুর ঘোষণা দেওয়া হয়।

জন্ম

  • ১৬৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্থোলুমিউ রবার্টস, তিনি ছিলেন ওয়েলশ জলদস্যু।
  • ১৭৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডোয়ার্ড জেনার, তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক ও অণুজীব বিজ্ঞানী।
  • ১৮৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক সাটিয়ে, তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক ও সুরকার।
  • ১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি বারবুসে, তিনি ছিলেন ফরাসি লেখক ও সাংবাদিক।
  • ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অড হাসেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান রসায়নবিদ।
  • ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেয়ান গাবিন, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও গায়ক।
  • ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারলে মিলার, তিনি ছিলেন আমেরিকান লেখক।
  • ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস হোপের, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।
  • ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলান কে, তিনি টুরিং পুরস্কার বিজয়ী আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ।
  • ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জানেয ড্রনভসেক, তিনি ছিলেন স্লোভেনীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
  • ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এনয়া, তিনি আইরিশ গায়ক, গীতিকার ও প্রযোজক।
  • ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ নাশিদ, তিনি মালদ্বীপের আইনজীবী, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
  • ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেইকো নাকামুরা, তিনি জাপানি সাঁতারু।
  • ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকি রিড, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও চিত্রনাট্যকার।

মৃত্যু

  • ১৫১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সান্দ্রো বত্তিসেলি, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।
  • ১৮২৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন জে, তিনি ছিলেন আমেরিকান রাজনীতিবিদ ও কূটনীতিক, মার্কিন যুক্তরাষ্ট্র এর ১ম প্রধান বিচারপতি।
  • ১৮৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস মরিস ডি টালেয়রান্ড-পেরিগোরড, তিনি ছিলেন ফরাসি বিশপ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
  • ১৮৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাধানাথ শিকদার, তিনি ছিলেন এভারেস্টের উচ্চতা পরিমাপকারী গণিতজ্ঞ।
  • ১৮৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন সি. ব্র্যাকইনরিডগে, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৪ তম উপ-রাষ্ট্রপতি।
  • ১৯১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিজেন্দ্রলাল রায়, তিনি ছিলেন বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার।
  • ১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাউল ডুকাস, তিনি ছিলেন ফরাসি সুরকার, সমালোচক ও শিক্ষাবিদ।
  • ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুনার ম্যরডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও রাজনীতিবিদ।
  • ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লাসযলো কুবালা, তিনি ছিলেন হাঙ্গেরীয় স্পেনীয় ফুটবলার, কোচ ও ম্যানেজার।
  • ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিও বেনেডেটি, তিনি ছিলেন উরুগুয়ের সাংবাদিক, লেখক ও কবি।
  • ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ারদা আল জাযাইরিয়া, তিনি ছিলেন তুর্কি কবি ও সুরকার।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জরগে রাফায়েল ভিডেলা, তিনি ছিলেন আর্জেন্টাইন জেনারেল, রাজনীতিবিদ ও ৪২ তম রাষ্ট্রপতি।
  • ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেরাল্ড মরিস এডেলম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।

Leave a Comment