ইতিহাসের এই দিনে – ৩রা মে

বিশেষ দিবস

  • বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস

ঘটনাবলী

  • ১৪৯৪ সালের এই দিনে কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।
  • ১৫১৫ সালের এই দিনে পর্তুগীজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বিপ দখল করে৷
  • ১৭৬৫ সালের এই দিনে বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।
  • ১৭৬৫ সালের এই দিনে ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।
  • ১৭৮৮ সালের এই দিনে লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।
  • ১৮৩৭ সালের এই দিনে গ্রীসে অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৩৭ সালের এই দিনে মার্গারেট মিচেল তার “Gone with the Wind.” এর জন্য পুলিৎজার পুরুস্কার পান।
  • ১৯৩৯ সালের এই দিনে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
  • ১৯৬০ সালের এই দিনে আমস্ট্রাডামে অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয়।
  • ১৯৬৮ সালের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয় ৷
  • ১৯৭৬ সালের এই দিনে বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে ৷
  • ১৯৭৯ সালের এই দিনে রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
  • ২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়।
  • ২০০২ সালের এই দিনে পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে।

জন্ম

  • ০৩১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় কনস্টান্টটাইন, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
  • ১৪৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিক্কোলো দি বের্নার্দো দেই মাকিয়াভেল্লি, তিনি ছিলেন ইতালীয় ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানের একজন অন্যতম জনক ও দার্শনিক।
  • ১৮৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বের্নহার্ট ভন বুলও, তিনি ছিলেন জার্মান সৈনিক, রাজনীতিক ও জার্মানির চ্যান্সেলর।
  • ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ প্যাগেট থমসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
  • ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভি কে কৃষ্ণমেনন, তিনি ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী।
  • ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড কাস্টলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
  • ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিট সিজার, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও একটিভিস্ট।
  • ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাহানারা ইমাম, তিনি ছিলেন বাংলাদেশী লেখিকা।
  • ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভেন ভেইনবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।
  • ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওনিদ খাচিয়ান, তিনি আর্মেনীয় বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
  • ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড হুকস, তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
  • ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ ম্যাককিলারেন, তিনি ইংরেজ ফুটবল সাবেক খেলোয়াড় ও ম্যানেজার।
  • ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল পরোখরোভ, তিনি রাশিয়ান ব্যবসায়ী।
  • ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিনা হেনড্রিক্স, তিনি আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৮৩ সালের এই দিনে জিম্বাবুয়ের ক্রিকেটার স্টুয়ার্ড মাতসিকেনারি জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারে তিনি আটটি টেস্ট খেলেছেন।
  • ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইজেকিয়েল ইভান লাভেজ্জি, তিনি আর্জেন্টিনার ফুটবলার।

মৃত্যু

  • ১২৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ বেলা, তিনি ছিলেন হাঙ্গেরি রাজা।
  • ১৪৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মুহাম্মদ, তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান।
  • ১৮৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডলফে আডাম, তিনি ছিলেন ফরাসি সুরকার ও সমালোচক।
  • ১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্যাট্রিক পেয়ারসে, তিনি ছিলেন আইরিশ শিক্ষক ও বিদ্রোহী নেতা।
  • ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাকির হুসেইন, তিনি ছিলেন ভারতীয় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি (ভারতের ৩য়)।
  • ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নার্গিস দত্ত, তিনি ছিলেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রেমেন্দ্র মিত্র, তিনি ছিলেন একজন বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক।
  • ১৯৯৯ সালের এই দিনে ইংলিশ উইকেটরক্ষক টমাস ইভান মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারে তিনি ৯১টি টেস্ট খেলেন।
  • ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যারেল অ্যাপেল, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী, ভাস্কর ও কবি।
  • ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ালি সচিরা, তিনি ছিলেন আমেরিকান অধিনায়ক, পাইলট ও মহাকাশচারী।
  • ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাম শেখর, তিনি ছিলেন ভারতের মারাঠি লেখক।
  • ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যারি স্ট্যানলি বেকার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*