আসসালামু আলাইকুম ! সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহত অশেষ রহমতে ভালই আছেন। আজকে আমি আপনাদের শিখাব কী ভাবে অতি সহজে ইংরেজি গ্রামার আয়ত্ত করা যায়। আমার আজকের বিষয়বস্তু Preposition এবং Article . এটা আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে শেখাব। আমাদের সবার মাঝেই কেন জানি ইংরেজি ভীতি কাজ করে। কিন্তু এটা নিয়ে সামান্য সাধনা করলে এটাই আপনার কাছে সবচেয়ে সোজা হয়ে যাবে।
আমি এখন আপনাদের আমার লেখা যে বইটি দুইটি দিব সেই বইটি পড়লে আপনি অনায়াসে Preposition এবং Article আয়ত্ত করতে পারবেন।
এই লেকচার শীটটিতে আমি কবিতার মাধ্যমে Article এবং Preposition শেখানোর চেষ্টা করেছি। যা পড়লে আমি সহজেই বুঝতে পারবে।
তাই আমি খুবই সহজ করে Preposition এবং Article শেখানোর চেষ্টা করেছি। যা পড়লে আপনি অবশ্যই Preposition এবং Article শিখতে পারবেন।
১। পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে Article শিখুন। বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২। পৃথিবীর সবচেয়ে সহজ নিময়ে Preposition শিখুন। বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপরের লেকচার শীট দুটো মূলত আমার ছাত্র-ছাত্রীদের জন্য করেছিলাম। এটা এখন আপনাদের জন্য শেয়ার করলাম। শীট দুটো পড়ে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমার এই টিউন করা স্বার্থক হবে।
আমার একটি ছোট্ট ব্লগ আছে। আপনাদের সেখানে ভিজিট করার নিমন্ত্রণ রইল।
ব্লগঃ ম্যাজিক কোচিং সেন্টার
কারো কোন মতামত, অভিযোগ থাকলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন।
ফেসবুক আইডিঃ শাহরিয়ার কবীর।
Leave a Reply