সুপ্ত মনের মুক্ত প্রকাশ ধ্বনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাতেখড়ি শিশু উৎসব’-২০১৬। জাতীয় শিশু কিশোর পত্রিকা ‘মাসিক হাতেখড়ি’ এর ৩য় বর্ষ পদাপণ উপলক্ষ্যে আগামী ১৯ মার্চ,বিকেল ৩টায় ঢাকা আগাঁরগাঁও ন্যাশনাল লাইব্রেরী অডিটোরিয়ামে বসতে যাচ্ছে বর্ণিল আয়োজনে ‘হাতেখড়ি’ শিশু উৎসবের আসর।
শিশু উৎসবের উদ্বোধন করবেন হাতেখড়ি’র উপদেষ্টা ও খেলাঘর এর চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম। প্রধান অতিথি হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক ও বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য কবি কাজী রোজি,শিশু সাহিত্যিক আসলাম সানী,হাতেখড়ি’র উপদেষ্টা আলাউদ্দিন গোলন্দাজ উপস্থিত থাকবেন।
সভাপতিত্ব করবেন হাতেখড়ি’র সম্পাদক ও প্রকাশক তাহাজুল ইসলাম ফয়সাল। হাতেখড়ি’র শিশু উৎসবের আয়োজনে থাকছে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেককাটা,ক্ষুদে লেখক ও কিশোর সাংবাদিকদের সংবর্ধনা,শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
হাতেখড়ি’র শিশু উৎসব সম্পর্কে সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল বলেন, শুধুমাত্র একটি জন্মদিন পালন করার জন্য শিশু উৎসবের কথা ভাবা হয়নি। আমরা চেয়েছি সমাজের সকল শ্রেণীর শিশুদের মাঝ থেকে বৈষম্য দূর করতে। তাছাড়া শিশুদের সৃজনশীল কাজ, লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকান্ডে কেউ উৎসাহে তেমন দেয় না, ক্ষুদে লেখক-কিশোর সাংবাদিকদের সংবর্ধনা দিয়ে উৎসাহ প্রদানের চেষ্টা বলতে পারেন। বুদ্ধিভিত্তিক চর্চাগুলো কিভাবে আরও বেশি ছড়ানো যায় সেই চেষ্টাও আমরা করেছি উৎসবের মাধ্যমে। এটি এবছর শুরু হলো, এখন থেকে প্রতিবছর চলবে। আরও বর্ণিল ও শিশুবান্ধব করার চেষ্টা করবো। মোটকথা বুদ্ধিদীপ্ত প্রজন্ম নির্মানের সকল কাজের একটা কেন্দ্র হিসেবেই দেখছি হাতেখড়ি’র পথচলাকে।
Leave a Reply