হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৬ এর মতামত আহ্বান

Advertisements

কৃষিখাতে উদ্ভাবনী সৃযোগ সৃষ্টির লক্ষে হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।Education Ministry Of Bangladesh

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী হবিগঞ্জে কৃষি বিশ্বদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এজন্য ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৬’ নামে একটি আইনের খসড়া তৈরি করে মতামত চাওয়া হয়েছে। ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত উক্ত খসড়াতে ১৫ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আইনের খসড়ায় বলা হয়েছে- এই বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ দেওয়া হবে।

‘কৃষিখাতে উদ্ভাবনী সৃযোগ সৃষ্টি, সহায়তা ও উৎসাহ প্রদান, টেকসই কৃষি পযুক্তি ও উচ্চ ফলনশীল কৃষিজ দ্রব্যের প্রদর্শনীর ব্যবস্থা’ করা হবে।

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়েও চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য কর্মকর্তারা থাকবেন।

সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং অন্যান্য বডি নির্ধারণেরও কথা বলা হয়েছে আইনের খসড়ায়।

বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের জন্য ভিজিটিং অধ্যাপক, ইমেরিটাস অধ্যাপক, পরামর্শক, গবেষণা সহকারী, স্কলার বা অন্য কোনো ব্যক্তিকে বিভিন্ন বাছাই বোর্ডে নিয়োগ করা যাবে।

[হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৬ খসড়া ডাউনলোড]

Leave a Comment