জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৭ দফা দাবি

By আল মামুন মুন্না

Published on:

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ
Advertisements

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে  ৭ দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। দাবিগুলো নিচে তুলে দেওয়া হলোঃ National University

১. মান উন্নয়ন পরীক্ষায় A+ পেলে A+ ই দিতে হবে । ফলাফল যাই হোক না কেন B+ এর উপরে মার্ক দেওয়া হবে না- এটা মানা যায় না ।

২. কোনো বিষয়ে সর্বোচ্চ B পেলেও মান উন্নয়ন পরীক্ষা দেয়ার সুযোগ রাখা ।

৩. ক্রাশ গ্রোগ্রামের সুফল পাওয়ার জন্য বিশাল সিলেবাসকেও ক্রাশ করা অর্থাত্‍ সিলেবাসটাকেও সংক্ষিপ্ত করা সময়ের দাবি ।

৪. ডিগ্রির মেয়াদ তিন বছরের পরিবর্তে দুই বছর এবং অনার্সের মেয়াদ চার বছরের পরিবর্তে তিন বছর করা অতীব প্রয়োজন ।

৫. আলাদা পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা যাতে নিয়মিত পাঠদান বিঘ্নিত না হয় । অথবা ৬ নং দফা বাস্তবায়ন করা ।

৬. সকল বর্ষের ক্লাশ প্রাথমিক সমাপনী ও JDC-এর মত জানুয়ারিতে শুরু করে নভেম্বরের শুরু থেকে ফাইনাল পরীক্ষা নেয়া এবং ডিসেম্বরের ২৫ তারিখের মধ্যে রেজাল্ট প্রদান । এতে কোনো সেশনজট থাকবে না ইনশা-আল্লাহ।

৭. শূণ্যপদে যোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম গতিশীল করা । বর্তমানে অধিকাংশ কলেজেই নির্ধারিত মোট পদের প্রায় ৩৫-৫৫% পদ শূণ্য ।

Leave a Comment