ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাপ্পি নাহিদ নামের একজন ছাত্রের বিব্রতকর বিসিএস মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা বিসিএস এর মৌখিক পরীক্ষা দিবেন তারা আশা করি এই পোস্ট থেকে কিছুটা ধারণা পাবেন।
প্রার্থীর নামঃ বাপ্পি নাহিদ
শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
সময়সীমাঃ আনোয়ারা ম্যাডামের বোর্ডে ১০ কি ১১ মিনিট।
বিষয়ঃ লোক প্রশাসন, চয়েজঃ এডমিন।
আসতে পারি ম্যাডাম?
আস।
কি নাম? কাগজপত্র সব ঠিক আছে?
এক্সটার্নালঃ জন্ম তারিখ বল, ইংরেজিতে।
এই পর্যায়ে “নাইনটিন হান্ড্রেড এইটি নাইন” বলাতে বলল আপনি ভুল বলেছেন, সার্টিফিকেট অনুযায়ী বলেন, হান্ড্রেড এর পরে একটি এন্ড (এবং) বলতে হবে।
এক্সটার্নালঃ Translate করেন, ” আমি আমার জন্ম তারিখ বলাতে ভুল করেছি”
হঠাত মাথায় আসছিল না। এর মধ্যে আনোয়ারা ম্যাডাম প্রশ্ন করা শুরু করছেন-
ছয় দফা কি?
দফা গুলো সব বলেন?
৬ নং দফাটি কেন দেয়া হয়েছিল? যৌক্তিকতা কি?
দুই অঞ্চলের জন্য আলাদা অর্থ ব্যবস্থা না মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছিল?
এর মধ্যে আবার এক্সটার্নালঃ বলেন- আপনি ত অনুবাদটা করলেন না।
এইবার উত্তর দিলাম।
আবার ম্যাডামঃ
৬ দফা কত তারিখে দেয়া হয়েছিল? কোথায় দেয়া হয়েছিল?
আবার এক্সটার্নালঃ
সাবজেক্ট কি? কবে পাশ করলাম ইত্যাদি।
ECNEC কি?
চেয়ারম্যান কে?
NICAR কি?
আবার ম্যাডামঃ বাবা বেঁচে আছেন? কি করেন? মা কি করেন ইত্যাদি।
বরগুনা কত তারিখে জেলা ঘোষণা হয়?
স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যাক্তিদের নাম বল?
জেলা কত নাম্বার সেক্টরে ছিল?
এক সংসদ সদস্যের নাম বলে বললেন চিন? কি জা্ন বল।
তুমি বর্তমানে কি করছ?
বললাম সবকিছু, চয়েস থেকে কোন প্রশ্ন করে নি। দেখলাম নিজেরা একটু হাসল, এরপর বলল ঠিক আছে, যাও।
সালাম দিয়ে বের হলাম। এখন দেখি কি হয়, সবাই সুস্থভাবে ভাইবা দিন আর আমার জন্য দোয়া করবেন।
সবার জন্য শুভকামনা।
সৌজন্যেঃ বাপ্পি নাহিদ
Leave a Reply