ইতিহাসের এই দিনে – ১৭ই ফেব্রুয়ারি

বিশেষ দিবস

  • কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী

  • ১৬১৮ সালের এই দিনে সম্রাট জাহাঙ্গীরের আমলের ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।
  • ১৮৫৯ সালের এই দিনে কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা ‘পূণির্মা’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯১৫ সালের এই দিনের সন্ধ্যায় প্রচন্ড তুষার ঝড়ের কারণে ডেনমার্কের উপকুলস্থ নর্থসীতে জার্মানির জেপেলিন এল ফোর পতিত হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে ব্রিটিশ জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশিত হয়।
  • ১৯৫২ সালের এই দিনে বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল ঘোষণা করেন, বৃটেন পরমাণু বোমা তৈরি করেছে।
  • ১৯৯০ সালের এই দিনে পূর্ব জার্মানি বার্লিন প্রাচীরের ৬শ’ ফুট ভেঙে ফেলার ঘোষণা দেয়।
  • ১৯৯৬ সালের এই দিনে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৩ জন নিহত হয়।

জন্ম

  • ১৭৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড হেয়ারে, তিনি ছিলেন বাংলায় ইংরেজী শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ।
  • ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো স্টার্ন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
  • ১৮৫৬ সালের এই দিনে ছবি মুদ্রনের হাফটোন প্রক্রিয়ার আবিষ্কারক ফেডারিক ইউজেন আইভস জন্মগ্রহণ করেন।
  • ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোনাল্ড ফিশার, তিনি ছিলেন বিখ্যাত পরিসংখ্যানবিদ।
  • ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিসিয়া রত্লেজ, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
  • ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেনডা ফ্রিচকের, তিনি আইরিশ অভিনেত্রী।
  • ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডডিএ স্টিভেনস, তিনি আমেরিকান গায়ক।
  • ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলি ক্রনহারডট, তিনি জার্মান ফুটবল খেলোয়াড়।
  • ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি এডওয়ার্ডস, তিনি ইংরেজ অভিনেতা।
  • ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরাল্ড সিড, তিনি ফরাসি ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

মৃত্যু

  • ১৪০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তৈমুরলঙে, তিনি ছিলেন মোঙ্গল সর্দার।
  • ১৬০০ সালের এই দিনে বৈজ্ঞানিক জোদার্নো ব্রুনোকে পোপের নির্দেশে পুড়িয়ে মারা হয়।
  • ১৬৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মলিয়েরে, তিনি ছিলেন ফরাসি নাট্যকার।
  • ১৮২৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন হেনির পেস্টাল্জি, তিনি ছিলেন সুইজারল্যান্ডের জ্ঞান তাপস, শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক।
  • ১৮৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন মার্টিন, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী।
  • ১৮৫৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হাইনরিখ হাইনে, তিনি ছিলেন জার্মান কবি ও প্রাবন্ধিক।
  • ১৯০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেরনিম, তিনি ছিলেন আমেরিকান আদিবাসী নেতা।
  • ১৯৩৪ সালের এই দিনে বেলজিয়ামের রাজা প্রথম আলবার্ট পর্বত আরোহণের সময় পড়ে নিহত হন।
  • ১৯৪৮ সালের এই দিনে ইয়েমেনের বাদশা ইমাম ওয়াহিদকে হত্যা করা হয়।
  • ১৯৭০ সালের এই দিনে নোবেলজয়ী হিব্রু কথাশিল্পী শামুয়েল আগনোন মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৪ সালের এই দিনে বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হার্ভে বাযিন, তিনি ছিলেন ফরাসি লেখক।
  • ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্যারি বর্মণ, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী।
  • ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ড্যান ও’হেরলিহ্য, তিনি ছিলেন আইরিশ অভিনেতা।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড ওহিতেহাউস, তিনি ছিলেন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*