ভলফোন নাটকের মহড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা ।

দৈনন্দিন জীবনের হাসি-কান্না, ঘাত-প্রতিঘাত, প্রেরণা-ক্ষোভ—সবকিছুরই প্রতিফলন ঘটে মঞ্চে। জীবন থেকে কুড়িয়ে নেওয়া ছোট ছোট গল্পগুলোই অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়া মঞ্চ নাটকে মূল উদ্দেশ্য।12736558_1608481669374370_52630440_o

তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইংরেজী বিভাগের এবারের আয়োজন মঞ্চ নাটক নিয়ে । সম্পাদনা করেছেন প্রফেসর ড.মুমিন এবং অভিনয়ে ছিলেন ইংরেজী বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীরা।

ড. মমিন বলেন , শিক্ষার্থীদের শুভ্র প্রতিভাকে জাগ্রত করতে এবং ইংরেজী সাহিত্যেকে ভালোভাবে জানতে প্রয়োজন নিয়মিত ব্যবহারিক কোনকিছু করা ,তিনি মনে করেন তাহলেই শিক্ষারর্থীরা ভবিষ্যত জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবে ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*