ইতিহাসের এই দিনে – ২৬শে জানুয়ারি

বিশেষ দিবস

  • আন্তর্জাতিক শুল্ক দিবস

ঘটনাবলী

  • ১৫৩১ সালে এই দিনে পর্তুগালে লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে। তাতে প্রায় এক হাজার লোক মারা যায়।
  • ১৫৬৫ সালে এই দিনে বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।
  • ১৬০৯ সালে এই দিনে তুরস্কের সঙ্গে অস্ট্রিয়া, রাশিয়া, পোল্যান্ড ও ডেনিসের কারলো উইজ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৭৬৪ সালে এই দিনে প্রথম বাঙালি তথা ভারতীয় মির্জা ইহতিশাম বিলাত যাত্রা করেন।
  • ১৮৪১ সালে এই দিনে হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
  • ১৯১৮ সালে এ দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৩০ সালে এ দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করে।
  • ১৯৩১ সালে এ দিনে সরকারের সঙ্গে আলোচনার জন্য ভারতের কারাগার থেকে মাহাত্মা গান্ধীকে মুক্তি দেয়া হয়।
  • ১৯৩৪ সালে এ দিনে জার্মানের সঙ্গে পোল্যান্ডের ১০ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৪৭ সালে এ দিনে ডেনমার্কে বিমান দুর্ঘটনায় সুইডেনের যুবরাজ গুস্তাব এডলফ নিহত হন।
  • ১৯৫০ সালে এ দিনে ভারতের সংবিধান কার্যকরী হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এই তারিখটি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
  • ১৯৫২ সালে এ দিনে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন।
  • ১৯৫৭ সালে এ দিনে ভারতের সঙ্গে একত্রীকরণের জন্যে কাশ্মীল সংবিধান কার্যকর হয়।
  • ১৯৬৫ সালে এ দিনে হিন্দি ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়।
  • ১৯৮২ সালে এই দিনে তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
  • ১৯৮৬ সালে এই দিনে ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।
  • ১৯৯৩ সালে এই দিনে ডাকলাভ হাভেল নতুন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৯৬ সালে এই দিনে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত হবার পর পোলিশ প্রধানমন্ত্রী জোসেফ ওয়েলেস্কির পদত্যাগ করেন।
  • ২০০১ সালে এই দিনে একটি ভূমিকম্প ভারতের গুজরাট শহরে ২০,০০০-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেন।
  • ২০০৪ সালে এই দিনে রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

জন্ম

  • ১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডভিগ আচিম ভন আরনিম, তিনি ছিলেন জার্মান কবি ও লেখক।
  • ১৮১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান পাবলো দুয়ার্তে, তিনি ছিলেন ডোমিনিকান দার্শনিক ও কবি।
  • ১৮৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড বেলামি, তিনি ছিলেন একজন মার্কিন লেখক ও সমাজতন্ত্রী।
  • ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড স্যাপির, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী।
  • ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেয়ান ম্যাকব্রিডে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ রাজনীতিবিদ।
  • ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পলিকার্প কুশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
  • ১৯১৮ সালে এই দিনে রুমানীয় নেতা নিকালোই চসেস্কু জন্ম গ্রহণ করেছিলেন।
  • ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল লিওনার্ড নিউম্যান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও পেশাদার রেসিংকার চালক।
  • ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনিসুজ্জামান, তিনি বাংলাদেশ অধ্যাপক ও শিক্ষাবিদ।
  • ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্ডার্স ফগ রাসমুসেন, তিনি ডেনিশ রাজনীতিবিদ, কূটনীতিক ও ৩৯ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার অ্যালফ্রেদো রুগেরি, তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসে মারিও দস সান্তোস মরিনহো ফেলিক্স, তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেন্ডন রজার্স, তিনি আইরিশ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেবাস্টিয়ান গিওভিনকো, তিনি ইতালিয়ান ফুটবলার।

মৃত্যু

  • ০৭২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়াজিদ বিন আবদুল মালিক বা দ্বিতীয় ইয়াজিদ, তিনি ছিলেন আরব খলিফা।
  • ১৬৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি ব্রিগস, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৮২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডোয়ার্ড জেনার, তিনি ছিলেন ইংরেজ বিজ্ঞানী, চিকিৎসক এবং গুটি বসন্তের টিকার আবিষ্কারক।
  • ১৮৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেরারড ডে নেরভাল, তিনি ছিলেন ফরাসি কবি ও অনুবাদক।
  • ১৮৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার কেলি, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও অধ্যাপক।
  • ১৯৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স হাউসডরফ, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
  • ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অনুকূলচন্দ্র ঠাকুর, তিনি ছিলেন বাঙালি ধর্ম সংস্কারক।
  • ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড জি রবিনসন, তিনি ছিলেন রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
  • ১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নেলসন রকফেলার, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও ৪১ তম উপ-রাষ্ট্রপতি।
  • ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জসে ফেরার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও পরিচালক।
  • ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হোসে এমিলিও পাচেকো, মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*