১৫৩১ সালে এই দিনে পর্তুগালে লিসবন শহরে ভূমিকম্প আঘাত করে। তাতে প্রায় এক হাজার লোক মারা যায়।
১৫৬৫ সালে এই দিনে বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।
১৬০৯ সালে এই দিনে তুরস্কের সঙ্গে অস্ট্রিয়া, রাশিয়া, পোল্যান্ড ও ডেনিসের কারলো উইজ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৬৪ সালে এই দিনে প্রথম বাঙালি তথা ভারতীয় মির্জা ইহতিশাম বিলাত যাত্রা করেন।
১৮৪১ সালে এই দিনে হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।
১৯১৮ সালে এ দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৩০ সালে এ দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করে।
১৯৩১ সালে এ দিনে সরকারের সঙ্গে আলোচনার জন্য ভারতের কারাগার থেকে মাহাত্মা গান্ধীকে মুক্তি দেয়া হয়।
১৯৩৪ সালে এ দিনে জার্মানের সঙ্গে পোল্যান্ডের ১০ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৭ সালে এ দিনে ডেনমার্কে বিমান দুর্ঘটনায় সুইডেনের যুবরাজ গুস্তাব এডলফ নিহত হন।
১৯৫০ সালে এ দিনে ভারতের সংবিধান কার্যকরী হয়। রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এই তারিখটি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
১৯৫২ সালে এ দিনে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন।
১৯৫৭ সালে এ দিনে ভারতের সঙ্গে একত্রীকরণের জন্যে কাশ্মীল সংবিধান কার্যকর হয়।
১৯৬৫ সালে এ দিনে হিন্দি ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়।
১৯৮২ সালে এই দিনে তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৮৬ সালে এই দিনে ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।
১৯৯৩ সালে এই দিনে ডাকলাভ হাভেল নতুন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৬ সালে এই দিনে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত হবার পর পোলিশ প্রধানমন্ত্রী জোসেফ ওয়েলেস্কির পদত্যাগ করেন।
২০০১ সালে এই দিনে একটি ভূমিকম্প ভারতের গুজরাট শহরে ২০,০০০-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেন।
২০০৪ সালে এই দিনে রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।
জন্ম
১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডভিগ আচিম ভন আরনিম, তিনি ছিলেন জার্মান কবি ও লেখক।
১৮১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান পাবলো দুয়ার্তে, তিনি ছিলেন ডোমিনিকান দার্শনিক ও কবি।
১৮৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড বেলামি, তিনি ছিলেন একজন মার্কিন লেখক ও সমাজতন্ত্রী।
১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড স্যাপির, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেয়ান ম্যাকব্রিডে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ রাজনীতিবিদ।
১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পলিকার্প কুশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
১৯১৮ সালে এই দিনে রুমানীয় নেতা নিকালোই চসেস্কু জন্ম গ্রহণ করেছিলেন।
১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল লিওনার্ড নিউম্যান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও পেশাদার রেসিংকার চালক।
১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনিসুজ্জামান, তিনি বাংলাদেশ অধ্যাপক ও শিক্ষাবিদ।
১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্ডার্স ফগ রাসমুসেন, তিনি ডেনিশ রাজনীতিবিদ, কূটনীতিক ও ৩৯ তম প্রধানমন্ত্রী।
১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার অ্যালফ্রেদো রুগেরি, তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসে মারিও দস সান্তোস মরিনহো ফেলিক্স, তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেন্ডন রজার্স, তিনি আইরিশ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেবাস্টিয়ান গিওভিনকো, তিনি ইতালিয়ান ফুটবলার।
মৃত্যু
০৭২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়াজিদ বিন আবদুল মালিক বা দ্বিতীয় ইয়াজিদ, তিনি ছিলেন আরব খলিফা।
১৬৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি ব্রিগস, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
১৮২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডোয়ার্ড জেনার, তিনি ছিলেন ইংরেজ বিজ্ঞানী, চিকিৎসক এবং গুটি বসন্তের টিকার আবিষ্কারক।
১৮৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেরারড ডে নেরভাল, তিনি ছিলেন ফরাসি কবি ও অনুবাদক।
১৮৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার কেলি, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও অধ্যাপক।
১৯৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স হাউসডরফ, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও অধ্যাপক।
১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অনুকূলচন্দ্র ঠাকুর, তিনি ছিলেন বাঙালি ধর্ম সংস্কারক।
১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড জি রবিনসন, তিনি ছিলেন রোমানীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নেলসন রকফেলার, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও ৪১ তম উপ-রাষ্ট্রপতি।
১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জসে ফেরার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও পরিচালক।
২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হোসে এমিলিও পাচেকো, মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষসারির কবি, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক।
Leave a Reply