১২৫৬ সালের এই দিনে হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।
১৭৫৯ সালের এই দিনে লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়।
১৭৮৪ সালের এই দিনে স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৩৯ সালের এই দিনে সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
১৮৭৩ সালের এই দিনে বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটার উদ্বোধন করা হয়।
১৮৭৮ সালের এই দিনে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রী লাভের সুযোগ পান।
১৯১২ সালের এই দিনে ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
১৯২২ সালের এই দিনে নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় ।
১৯৩৪ সালের এই দিনে বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার নরনারীর মৃত্যু হয়।
১৯৬০ সালের এই দিনে নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।
১৯৭২ সালের এই দিনে বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা কর হয় ।
১৯৭৮ সালের এই দিনে ইরানী জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।
১৯৭৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
১৯৮৬ সালের এই দিনে চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৯৭ সালের এই দিনে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ‘হেবরন চুক্তি’ স্বাক্ষরিত হয়।
২০০১ সালের এই দিনে ওয়েব-ভিত্তিক, বহু-ভাষীক, মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে ।
জন্ম
৩৭ খ্রিস্টপূর্বের এই দিনে রোমের রাজা নিরো জন্মগ্রহণ করেন।
১৬২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মলিয়ের, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও নাট্যকার।
১৭৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রানজ গ্রিল্পারযের, তিনি ছিলেন অস্ট্রিয়ান লেখক, কবি ও নাট্যকার।
১৭৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার গ্রিবয়েডভ, তিনি ছিলেন রাশিয়ান নাট্যকার, সুরকার ও কবি।
১৮০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারজরিয়ে ফ্লেমিং, তিনি ছিলেন স্কটিশ কবি।
১৮৩২ সালের এই দিনে আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল জন্মগ্রহণ করেন।
১৮৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাথান সডেরব্লম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ আর্চবিশপ।
১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরসেন কটসইয়েভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক।
১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরটুরি ইল্মারি ভিরটানেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রসায়নবিদ ও অধ্যাপক।
১৯০৫ সালের এই দিনে সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেন।
১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড টেলার, তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।
১৯০৯ সালের এই দিনে বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ কাজী কাদের নেওয়াজ জন্ম গ্রহণ করেন।
১৯১৮ সালের এই দিনে আরব ঐক্যের প্রতীক, মিশর প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের জন্ম গ্রহণ করেন।
১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মিনস্টার ও সমাজ কর্মী।
১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চুনী গোস্বামী, তিনি বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় সাবেক ফুটবলার।
১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মায়াবতী নায়না কুমারী, তিনি ভারতীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও উত্তরপ্রদেশ-এর ২৩ তম মুখ্যমন্ত্রী।
১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবি ও পরিবেশকর্মী।
১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রায়ান জে সাইডবটম, তিনি ইংরেজ ক্রিকেটার।
১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক বার্ত্রা আরেগাল, তিনি স্প্যানিশ ফুটবলার।
মৃত্যু
০০৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গালবা, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোসা লুক্সেমবুর্গ, তিনি ছিলেন জার্মানি অর্থনীতিবিদ, তাত্ত্বিক ও দার্শনিক।
১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্তন হলবান, তিনি ছিলেন রোমানিয়ান লেখক।
১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়ভেস টানগুয়, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেয়ান ম্যাকব্রিডে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি আইরিশ রাজনীতিবিদ।
১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুলজারিলাল নন্দা, ভারতীয় অর্থনীতিবি, রাজনীতিবিদ ও দু’বারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাত লফতহুসে, তিনি ছিলেন ইংরেজি ফুটবল খেলোয়াড়।
২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ছুঁচো কাস্টিলো, তিনি ছিলেন মেক্সিকান মুষ্টিযোদ্ধা।
২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রজার লয়েড-প্যাক, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
Leave a Reply