ইতিহাসের এই দিনে – ১৪ই ডিসেম্বর

বিশেষ দিবস

  • শহীদ বুদ্ধিজীবী দিবস।

ঘটনাবলী

  • ১১২৪ সালের এই দিনে থিওবাল্ড বুক্কাপেকাস পোপ নির্বাচিত হন।
  • ১৫৬৮ সালের এই দিনে রাজকুমারী মেরী স্টুয়ার্ট স্কটল্যান্ডের রাণী হন।
  • ১৫৭৫ সালের এই দিনে ইস্টভান বাথোরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।
  • ১৬৫৬ সালের এই দিনে প্রথম কৃত্রিম মুক্তা তৈরি হয়।
  • ১৮০৫ সালের এই দিনে ফসিল জ্বালানী হিসেবে পাথুরে কয়লার তীব্র তাপ শক্তি উৎপাদনের ক্ষমতার বিষয়টি আবিষ্কৃত হয়।
  • ১৯০১ সালের এই দিনে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন।
  • ১৯০৩ সালের এই দিনে বিমান আবিষ্কারকারী রাইট ভাতৃদ্বয় উত্তর ক্যারোলিনায় প্রথম আকাশযান উড্ডয়নের প্রচেষ্টা নেন।
  • ১৯১১ সালের এই দিনে নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডেসন ওলাভ জালান্ড, হেলমার হ্যানসেন, স্ভেরে হ্যাসেল ও অস্কার উইস্টিংকে নিয়ে গড়া তার দল নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে পা রাখে।
  • ১৯১৫ সালের এই দিনে জ্যাক জনসন কৃষ্ণাঙ্গ হিসেবে প্রথম হেভিওয়েট মুষ্টিযুদ্ধে চ্যাম্পিয়ন হন।
  • ১৯১৮ সালের এই দিনে ব্রিটেনের সাধারণ নির্বাচনে মহিলাদের সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ।
  • ১৯৪৬ সালের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও ) জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
  • ১৯৪৬ সালের এই দিনে জাতিসংঘের জেনারেল এসেম্বলী নিউ ইয়র্কে সদর দপ্তর স্থাপনের পক্ষে ভোট দেয়।
  • ১৯৪৭ সালের এই দিনে রুমানিয়া প্রজাতন্ত্রী দেশে পরিণত।
  • ১৯৫৫ সালের এই দিনে আলবেনিয়া, অস্টৃয়া, বুলগেরীয়া, ক্যাম্বোডিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরী, আয়ারল্যা ন্ড, ইতালী, জর্দান, লাওস, লিবিয়া, পর্তুগাল, রোমানিয়া, স্পেন ও শ্রীলংকা জাতিসংঘে যোগ দেয়।
  • ১৯৬০ সালের এই দিনে সোমালিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ।
  • ১৯৬১ সালের এই দিনে তাঞ্জানিয়া জাতিসংঘে যোগ দেয়।
  • ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
  • ১৯৭১ সালের এই দিনে সিরাজগঞ্জ, জয়পুরহাট ও বান্দরবান জেলা পাক হানাদার মুক্ত হয়।
  • ১৯৮১ সালের এই দিনে ইহুদিবাদী ইসরাইলের সংসদ অধিকৃত গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের ভূখণ্ড বলে ঘোষণা করে।
  • ১৯৯৪ সালের এই দিনে সকাল ১০টা ৪০ মিনিটে চীনের তখনকার রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী লি ফেং সারা বিশ্বের কাছে “ইয়াংসি নদীর তিনগিরিখাত প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু ” হবার কথা ঘোষণা করেন।
  • ১৯৯৫ সালের এই দিনে প্যারিসে বসনীয় শান্তিচুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।
  • ১৯৯৫ সালের এই দিনে প্যারিসে এক সম্মেলনে ডেইটন চুক্তি চূড়ান্ত করা হয় এবং একই বছরের ২১ শে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ডেইটন নামক স্থানে মার্কিন কর্মকর্তাদের চাপের মুখে বসনিয়ার মুসলমান, সার্ব ও ক্রোয়াট নেতৃবৃন্দ এ চুক্তি স্বাক্ষর করেন।
  • ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে প্রেসিডেন্টের স্বাক্ষর।
  • ১৯৯৯ সালের এই দিনে কিরিবাতি, নাউরু, টোঙ্গা জাতিসংঘে যোগ দেয়।

জন্ম

  • ১৫০৩ সালের এই দিনে ফরাশী ভবিষ্যৎবক্তা নস্তারদামুস জন্মগ্রহণ করেন।
  • ১৫৪৬ সালের এই দিনে ড্যানিশ জোত্যির্বিদ ও রসায়নবিদ টাইকো ব্রাহে জন্মগ্রহণ করেন।
  • ১৬২৬ সালের এই দিনে জাপানের সম্রাট গো-সুজাকো জন্মগ্রহণ করেন।
  • ১৮৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল রেনার, তিনি ছিলেন অস্ট্রীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
  • ১৮৯৫ সালের এই দিনে  ফরাসি কবি পল এল্যুয়া জন্মগ্রহণ করেন।
  • ১৯০৯ সালের এই দিনে  নোবেলজয়ী [১৯৫৮] মার্কিন বংশাণুবিদ এডওয়ার্ড টাটুম জন্মগ্রহণ করেন।
  • ১৯১২ সালের এই দিনে  নোবেলজয়ী [১৯৬৪] রুশ বিজ্ঞানী নিকোলাই বাসোভ জন্মগ্রহণ করেন।
  • ১৯১২ সালের এই দিনে সঙ্গীতশিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস জন্মগ্রহণ করেন।
  • ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজ কাপুর, তিনি ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
  • ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাটয় ডিউক, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
  • ১৯৪৬ সালের এই দিনে ইংরেজ ঐতিহাসিক এন্টনি বিভোর জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন মাকসুদুল আলম, তিনি ছিলেন বাংলাদেশী জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক জিনোম উদ্ভাবক।
  • ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিনগের লিন, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।
  • ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার নুমান, তিনি ডাচ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পুলি সচনয়ডের, তিনি সুইস টেনিস খেলোয়াড়।
  • ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাকোব ব্লাসযচযয়কওস্কি, তিনি পোলিশ ফুটবলার।
  • ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রয় মিয়াইচি, তিনি জাপানি ফুটবলার।

মৃত্যু

  • ১১৩৬ সালের এই দিনে নরওয়ের সম্রাট চতুর্থ হেরাল্ড মৃত্যুবরণ করেন।
  • ১৫৪২ সালের এই দিনে স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমস মৃত্যুবরণ করেন।
  • ১৭৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল ফিলিপ ইমানুয়েল বাখ, তিনি ছিলেন জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
  • ১৭৯৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ভার্জিনিয়ার মাউন্ট ভারননে মৃত্যুবরণ করেন।
  • ১৯০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলিয়া গ্রান্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯ তম ফার্স্ট লেডি।
  • ১৯৩৬  সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োসেফ ব্লক, তিনি ছিলেন একজন জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।
  • ১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টানলেয় বাল্ডওয়িন, তিনি ছিলেন ইংরেজ লেফটেন্যান্ট, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
  • ১৯৭০ সালের এই দিনে কবি কুমুদরঞ্জন মল্লিক মৃত্যুবরণ করেন।
  • ১৯৭১ সালের এই দিনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর শহীদ হন।
  • ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশী লেখক ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার মৃত্যুবরণ করেন।
  • ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশী ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী মৃত্যুবরণ করেন।
  • ১৯৭১ সালের এই দিনে মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ এবং শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৪ সালের এই দিনে সুরকার, সংগীত পরিচালক ধীর আলী মিয়া মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৪ সালের এই দিনে  নোবেলজয়ী [১৯৭৭] স্পেনীয় কবি ভিনচেন্তো আলেকজান্দ্রে মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৯ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী আন্দ্রে শাখারভ মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৯ সালের এই দিনে ভাষা সৈনিক আবদুল লতিফ মৃত্যুবরণ করেন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*