চারু ও কারুকলা ষষ্ঠ শ্রেণী

চারু ও কারুকলা
ষষ্ঠ শ্রেণী
পূর্ণমান ঃ ৫০ সময় ঃ ২ ঘন্টা ৩০মিনিট
তত্ত্বীয় অংশ-১৫নম্বর
রচনামুলক-১৫
যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও। ৫দ্ধ৩=১৫
১। শিশুরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে কোথায় কিভাবে প্রদর্শিত করেছিল ?প্রদর্শণী উদ্বোধক কে ছিলেন?
২।আদমি মানবগোষ্ঠইি চারু ও কারুকলার সূচনা করছেলি –ব্যাখ্যা কর
৩।বাংলাদশেরে কারুশল্পি সর্ম্পকে তোমার ধারণা ব্যাখ্যা কর।
৪।ছবি আকার জন্য রং অত্যন্ত প্রয়োজনীয় কনে? তুমি যত ধরণরে রঙরে নাম জান সে সর্ম্পকে র্বণনা দাও।
৫।বষিয়ভত্তিকি ছবি কাকে বল?ে বষিয়ভত্তিকি ছবি তুমি কীভাবে অনুশীলন করব?ে
অঙ্কনভিত্তিক অংশ-২৫
[চারুকলার অংশ থেকে ১টি এবং কারুকলার অংশ থেকে ১টি আঁকতে হবে।কিন্তু জলরং ছাড়া যে কোন মাধ্যমে রং কর যাবে] চারুকলার অংশ-১৫

৬।নিচের বিষয়গুলো থেকে যে কোন ১টি বিষয় ছবি এঁকে জল রং ছাড়া পেন্সিলসহ যে কোন মাধ্যমে রং কর। ৮+৭=১৫
ক. শীতকালরে একটি মনোরম দৃশ্য অংকন কর।
খ. নদীর ঘাটরে দৃশ্য অংকন কর।
গ. একটি প্রাকৃতকি দৃশ্য অংকন কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *