চারু ও কারুকলা সপ্তমশ্রেণী

বিষয় ঃ চারু ও কারুকলা
সপ্তমশ্রেণী
পূর্ণমান ঃ ৫০ সময় ঃ ২ ঘন্টা ৩০মিনিট
তত্ত্বীয় অংশ-১৫নম্বর
রচনামুলক-১৫
যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও। ৫দ্ধ৩=১৫
১।বর্তমান বাংলাদেশের বা পূর্ব পাকিস্থানে কীভাবে , কোন সময়ে এবং কাদের চেষ্ঠায় শিল্পকলা শিক্ষার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠানটির প্রথম নাম কী ছিল?
২।চিত্রকলা সর্বকালের সকল মানুষের আন্তর্জাতিক ভাষা- ধারণাটি ব্যাখ্যা কর।
৩।বাংলাদেশের প্রকৃতির রুপ সংক্ষেপে বর্ণনা কর।।
৪। শিল্পিরা সরকারকে কোন কোন উদাহরণ দিয়ে চিত্র শিল্পের গুরুত্ব বোঝাতে চেষ্ঠা করেছিলেন। সেগুলো লিখ।
৫। সূচ শিল্পের ব্যবহৃত উপকরণগুলোর নাম লিখ।
অঙ্কনভিত্তিক অংশ-২৫
[চারুকলার অংশ থেকে ১টি এবং কারুকলার অংশ থেকে ১টি আঁকতে হবে।কিন্তু জলরং ছাড়া যে কোন মাধ্যমে রং কর যাবে] চারুকলার অংশ-১৫

৬।নিচের বিষয়গুলো থেকে যে কোন ১টি বিষয় ছবি এঁকে জল রং ছাড়া পেন্সিলসহ যে কোন মাধ্যমে রং কর। ৮+৭=১৫
ক. তোমার দেখা একটি গ্রামীণ জীবনের দৃশ্যটি অংকন কর।
খ. কষকদের ধান কাটার দৃশ্য অংকন কর।
গ. একটি নদীর ঘাটের অপরুপ দৃশ্য অংকন কর।

কারুকলার অংশ-১০

৭। নিচের বিষয়গুলো থেকে যে কোন ১টি বিষয় নিয়ে ৫//ঢ ৫// মাপের ঘরের মধ্যে নকশা আঁক। জল রং ছাড়া পেন্সিলসহ যে কোন মাধ্যমে রং কর। ৫+৫=১০

ক. প্রাকৃতিক আকৃতি দিয়ে একটি নকশা তৈরি কর।
খ. জ্যামিতি আকৃতি দিয়ে (বৃত্ত, ত্রিভূজ,চতুর্ভুজ) ব্যবহার করে একটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *