রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত আলোচনা করার পর সবার প্রশ্নের উপর আবার ও পোষ্ট লিখলাম। আশাকরি কারও আর বুঝতে সমস্যা হবে না। তারপর ও যদি কিছু যানার থাকে মেসেজ দিন আমাকে
প্রশ্ন : ভাইয়া আমি রিলিজ স্লিপ কিভাবে পূরণ করব?
উত্তর: তুমি নতুন তাই পারবে না । কম্পিউটার এর দোকানে গিয়ে বলবে ভাইয়া আমি রিলিজ স্লিপ পূরণ করব। (টেকনাফ থেকে তেতুঁলিয়া তুমি যেই খানেই থাকো পূরণ করতে পারবে রিলিজ স্লিপ )। অথবা নিজে পূরণ করতে চাইলে এই পোস্টটি দেখতে পারো।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ পুরন করতে হলে কলেজের কোন কাজ আছে?
উত্তর : নাহ কলেজের কোন কাজ নাই। যা কাজ তা তোমাকে অনলাইন এই করতে হবে।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ পূরন করতে কি কি লাগবে?
উত্তর: কিছুই লাগবে না (শুধু মাত্র তোমার রোল এবং পিন নিয়ে দোকানে যাও ওরাই কাজ করে দিবে যা করার।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেয়া যায়?
উত্তর : সরকারি ৫ টা দিলে ও মানা নাই,, বেসরকারি ৫ টা দিলে ও মানা নাই।সর্বোচ্চ ৫ টা কলেজ চয়েস দেওয়া যায়। সেটা তোমার ইচ্ছা মতো যে কোন ৫ টা কলেজ দিতে পারবা বাংলাদেশ এর যে কোন জেলার।
প্রশ্ন : ভাইয়া কোন কলেজ এ কয়টা করে সিট খালি আছে তা কি করে জানব?
উত্তর : যখন অনলাইন এ রিলিজ স্লিপ ফ্রম পুরন করবা তখন কলেজ এর পাশে কয়টা করে সিট খালি আছে তা দেখাবে। সো এই নিয়ে টেনশান করার কিছুই নেই ।
প্রশ্ন : ভাইয়া অমুক কলেজ এ ২য় মেরিট লিস্ট এ লাস্ট স্কোর কত নিয়েছে?
উত্তর : জানিনা ডিয়ার (নোটঃ- এইসব প্রশ্নের উত্তর আমার কাছে নাই)। এটা জানার যদি খুব দরকার হয় তাহলে সে কলেজে গিয়ে খোজ নাও কিন্তু কমেন্ট এ এই ধরনের প্রশ্ন করো নাহ প্লিজ।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ এ Must সাব্জেক্ট পাব কি ?
উত্তর: ধর তুমি রিলিজ স্লিপ এ ৫ টা কলেজ চয়েস দিলা ,, ১ কলেজ এ সিট আছে ৩ টা করে . →বাবু কলেজ — ৩ টা সিট →বারাক ওবামা কলেজ — ৩ টা সিট →লাদেন কলেজ – ৩ টা সিট →জুকারবার্গ কলেজ — ৩ টা সিট →বিলগেটস কলেজ — ৩ টা সিট . (এই সব কলেজে এপ্লাই করছে প্রতি কলেজ এ ৪ জন করে,,,,,এখন তোমার স্কোর . →তুমি -৯৫ →ক্যাটরিনা লাইফ — ৯০ →আমির খান — ৮৮ →জেরিন খান — ৮৫।
এখন এদের ভিতর যার স্কোর বেশি সেই আগে চান্স পাবে। আশা করি বুঝতে পেরেছো ।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ এ কোন কলেজ গুলো দিলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে???
উত্তর : Non Govt. college গুলোতে চয়েস দেয়া অনেক অনেক ভাল (৯৮ %শিউর চান্স পাবে) । তাই যাদের পয়েন্ট কম তারা রিলিজ স্লিপ এ Non Govt. college গুলোতে চয়েস দিও ।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ পূরণ করার পর এর রেজাল্ট কবে দিবে ?
উত্তর : পূর্বের রেজাল্ট এর ন্যায় কিছু দিন পর। আনুমানিক রিলিজ স্লিপ পুরন করা শেষ হয়ে যাওয়ার ১৫ দিন পর দিবে এর রেজাল্ট । .
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ এর রেজাল্ট দেখব কেমন করে ?
উত্তর : প্রথম বারের মতোই মেসেজ করে রেজাল্ট দেখবা। NU <Space> ATHN <Space> ROLL & Send it to 16222 ।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ এর রেজাল্ট দিলে কোথায় জানাবে?
উত্তর : রেজাল্ট দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, লেখাপড়বিডি ও বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র পেজে জানানো হবে।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ এ এক সাথে কি ২ কলেজে চান্স পাব,তখন যেইটা ভাল লাগবে ওই টাতে ভর্তি হব?
উত্তর : না, যে কোন ১ টা কলেজে চান্স পাবে এবং ভর্তি হতে চাইলে সে কলেজেই ভর্তি হতে হবে আর যে সাবজেক্ট দিবে সেই সাবজেক্ট এই ভর্তি হতে হবে ।
প্রশ্ন : ভাইয়া আমার সেকেন্ড মেরিট লিস্ট এ নরমাল সাব্জেক্ট আসছে,ভর্তি হব না,রিলিজ স্লিপ নিতে পারব?
উত্তর : হুম পারবা।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ মাধ্যমে যে সাবজেক্ট পাবো তা কি চেঞ্জ করা করা যাবে?
উত্তর : নাহ চেঞ্জ করতে পারবা না বা মাইগ্রেসান ও করতে পারবা না। রিলিজ স্লিপ এ যে সাবজেক্ট পাবা সেই সাবজেক্ট এই পড়তে হবে।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ এর মাধ্যমে বেসরকারি কলেজে চান্স পেয়ে এডমিট হলে,এতে কি সরকারি অনার্স এর মান পাব?
উত্তর : ১০০% সরকারি সার্টিফিকেট পাবা। জাস্ট বেসরকারি তে পড়লে খরচ একটু বেশি হবে এই আর কি। সরকারি কলেজ থেকে ১ জন ছাত্র যে সার্টিফিকেট পাবে তুমিও সে সার্টিফিকেট পাবা।
প্রশ্ন : ভাইয়া রিলিজ স্লিপ এ যদি চান্স না পায় আবার বাঁশ খাই, তাহলে কি করব? আর ভাইয়া কিভাবে শিউর চান্স পাবো রিলিজ স্লিপ এ বলে দিবেন প্লিজ?
উত্তর : ডিয়ার ভাইয়া/আপু যদি বুদ্ধি খাটিয়ে ৫ টা Non Govt.কলেজ চয়েস দাও তাহলে আমি নিশ্চিত বাঁশ খাবে না, সিউর কোন নাহ কোন কলেজ এ সাবজেক্ট পেয়ে যাবে।
প্রশ্ন : রিলিজ স্লিপে কি একবারই ছাড়বে? আমি জানতে চাইছি যে আমি যদি রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে সুযোগ না পাই তাহলে কি আর ভর্তি হতে পারবো না?
উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়। তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলে আবার ২য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ আছে।
প্রশ্ন : ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া কেমন?
উত্তর : ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ১ম রিলিজ স্লিপের মতই। যারা ১ম রিলিজ স্লিপে সুযোগ পেয়েও ভর্তি হবেন না তারা ২য় রিলিজ স্লিপের আবেদনের সুযোগ পাবেন।
কিছু কথাঃ
☞ রিলিজ স্লিপ এ ৫ টা কলেজ চয়েস দিতে বলবে তুমি মন চাইলে ১ টাও দিতে পারবে, তবে সর্বোচ্চ ৫ টা কলেজ দেয়া যাবে।
আমরা আপনার পাশে আছি এগিয়ে যান আপনারা।
আপনারা কোন বিষয়ে জানতে চাইলে আমাকে ফোন অথবা মেসেজ করতে পারেন।
ফেইসবুকে আমি Naimur Rahman Durjoy
মোবাইলেঃ ০১৮৪৫৫৯০১৯৩
সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
এছাড়া আমাদের পেজে লাইক দিতে পারেন >>> জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া
Leave a Reply