বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সৃজনশীল)
সপ্তম শ্রেণি
পূর্ণমান- ৬০ সময়- ২ ঘন্টা ২০মিনিট
যে কোন ৬টি প্রশ্নের উত্তর দাও।
১।মনির সাহেব ঢাকা থাকেন।ঢাকা শহরে যানবাহনের সংখ্যা বেড়েছে।মানুষের ভীড় বেড়েছে।
ক.বাংলাদেশে বর্তমান জনসংখ্যা কত?
খ.স্থূল মৃত্যুহার কাকে বলে?
গ.শশু মৃত্যুহার অনেক কমেছে । তুমি কি একমত? ব্যাখ্যা কর।
ঘ.জনসংখ্যা বৃদ্ধি রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? যুক্তি দেখাও।
২।শিলা ও রুনা সূর্যোদয়ের দেশ ভ্রমণ করেছে।দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।
ক.চীনের ভাষার নাম কী?
খ. সূর্যোদয়ের দেশ বলতে কী বুঝ?
গ.উপরিউক্ত দেশের অর্থনৈতিক অবস্থা বর্ণনা কর।
ঘ.উদ্দীপকের শেষ উক্তিটি ব্যাখ্যা কর।
৩।বাজার থেকে জামাল মিয়া ছেলের জন্য বল ও ব্যাট এবং মেয়ের জন্য পুতুল ও হাঁড়ি পাতিল কিনে আনল।
ক.বাংলাদেশের মোট জনসংখ্যার কতভাগ নারী?
খ.আমাদের সমাজে কণ্যা শিশুদের বোঝা মনে করা হয় কেন?
গ.উদ্দীপকে কোন বৈষম্য ফুটে উঠেছে ? ব্যাখ্যা কর।
ঘ.আমাদের সমাজে কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তানের প্রতি অধিক গুরুত্ব দেয়া হয় কেন? বিশ্লেষণ কর।
4|
K. বিমসটেক গঠিত হয় কত সালে?
খ.আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রয়োজন কেন?
গ.প্রতীকটি কোন সংস্থা চিহ্নিত ?এর আনুষ্ঠানিক চুক্তি ও গঠন বর্ণনা কর।
ঘ.দক্ষিণ এশিয়ার শান্তি স্থাপনে উক্ত সংস্থাটির ভূমিকা মূল্যায়ন কর।
৫। অনিন্দ্য গ্রীষ্মের ছুটিতে মা-বাবার সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশে যায়। দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটি প্রাচীন শিল্পকলা ও সভ্যতা সমৃদ্ধ।
ক. মালয়েশিয়ার রাজধানীর নাম কী ?
খ. বহুজাতি দেশ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. অনিন্দ্যের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ুর সাদৃশ্য বর্ণনা কর।
ঘ. অনিন্দ্যের ভ্রমণকৃত দেশের সাথে বাংলাদেশেরবন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব
ব্যাখ্যা কর।
৬। রেজা সাহেবের বয়স ৭০ বছর। তিনি কোমরের ব্যথার কারণে চলাফেরা করতে পারেন না। উন্নত চিকিৎসার জন্য তিনি তার স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে আমেরিকায় প্রবাসী ছেলের কাছে আশ্রয় নেন। কয়েক বছর পর ঐ দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলে তার ছেলেরপক্ষে বাবা-মার খরচ বহন কষ্টকর হয়ে পড়ে। এরই মধ্যে তিনি গ্রীনকার্ড পেয়ে যান। তাতে ছেলের বাসা ছেড়ে তিনি স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ওঠেন এবং সরকার তাঁর চিকিৎসার খরচ যোগান দেয়।
ক. প্রবীণ কারা?
খ. প্রবীণদের মতামতকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বর্ণনা কর।
গ. রেজা সাহেব তার সন্তানদের বাসায় অবস্থানের ক্ষেত্রে কোন ধরনের সমস্যায় পড়েন ?
পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. ‘রেজা সাহেবের মতো প্রবীণদের ক্ষেত্রে রাষ্ট্রীয়সুযোগ সুবিধার গুরুত্ব অপরিসীম এ
বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ কর
7| বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা সারণীঃ
১৯৬১ ৫.৫২ কোটি
১৯৭৪ ৭.৬৪ কোটি
১৯৯১ ১১.১৫ কোটি
২০০১ ১২.৯৩ কোটি
২০০৭ ১৪.০৬ কোটি
ক. বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত?
খ. বসতি স্থানান্তর কীভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।
গ. ১৯৬১ সালের তুলনায় ২০০৭ সালের জনসংখ্যা তিনগুণ বৃদ্ধির কারণ ব্যাখ্যা কর।
ঘ. ‘১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাচ্ছে’
পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
৮।স্বামী এবং তিন সন্তান নিয়ে হাফিজার সংসার। স্বামীর একক আয়ে তার সংসার চলে না।
সংসারের অভাব পূরণে হাফিজা নির্মাণ শ্রমিকের কাজ নেয়। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময়
মালিক তাকে দৈনিক ১০০ টাকা হারে মজুরি দেয়। অথচ একই কাজের জন্য পুরুষ শ্রমিকদের ১৫০টাকা হারে দৈনিক মজুরি দেয়। সে এর প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ করে।
ক. বেগম রোকেয়া নারী ও পুরুষকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
খ. সংসার-জীবনে নারীর প্রধান ভূমিকা বর্ণনা কর।
গ. হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে করণীয় বিষয়ে মতামত দাও।
৯। নাসিমা বাবা মায়ের একমাত্র সন্তান। নাসিমার সাথে জাহিদের বিয়েতে নাসিমার বাবা মা কিছু মূল্যবান উপহারসামগ্রী ও ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা দিতে চাইলে জাহিদ সেগুলো নিতে রাজি হননি। বরং তিনি তাদেরকে বুঝিয়ে বললেন যে, একজন সচেতন মানুষ হিসেবে এগুলো গ্রহণ করা কিংবা এই কুপ্রথাকে সমর্থন করা তার পক্ষে অসম্ভব।। নাসিমার বাবা-মা নিজেদের ভুল বুঝতে পারলেন।
ক. দারিদ্র্য বাংলাদেশের কোন ধরনের সমস্যা?
খ. কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. নাসিমার বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রাটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. অনুচ্ছেদে উল্লিখিত প্রথাটির প্রতিরোধে কী পদক্ষেপ গ্রহণ করা যায়? তোমার মতামত দাও।
Leave a Reply