কৃষি শিক্ষা(সৃজনশীল)
শ্রেণী- সপ্তম
পূর্ণমান- ৬০ সময়- ২ ঘন্টা ১০মিনিট
সৃজনশীল-৬০
[যে কোন ৬টি প্রশ্নের উত্তর দাও।]
১।নাহিদ সাহেব আবহাওয়া ও জলবায়ু ভিত্তিতে ঋতুভেদে গম ,আলু ,পাট , ভুট্টা , রাবার , ছোলা , ফুলকপি , আউশ ধান, চিচিঙ্গা ইত্যাদি ফসল চাষ করেন।
(ক)মৌসুমী নিরপেক্ষ ফসল কাকে বলে ?
(খ)মৌসুমী নিরপেক্ষ ফসল সারা বছর চাষ করা যায় কেন ?
(গ) উদ্দীপকের ফসলগুলোকে তাপমাত্রার ভিত্তিতেশ্রেণিবিভাগ করে আলোচনা কর।
(ঘ) উদ্দীপকের ফসলগুলোকে বিবেচনায় সূর্যালোকের প্রভাব বিশ্লেষণ কর।
২।
ক. আবহাওয়া ও জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশকে কয়টি কৃষি অঞ্চলে ভাগ করা হয়।
খ. কোন পরিস্থিতিতে শীতকালে ফসলের রোগজীবাণু বিস্তার ঘটে, ব্যাখ্যা কর।
গ. গ্রাফে চিহ্নিত কৃ ষি মৌসু মের কোন অংশটিতে সেচের তেমন প্র য়োজন হয় না, কারণ ব্যাখ্যা কর।
ঘ.চিত্রে “গ” চিহ্নিত কৃষি মৌসুমের ফসলে তাপমাত্রার প্রভাব মূল্যায়ন কর।
৩।সাদিকের বাড়িটি কম বৃষ্টিপাত প্রবণ অঞ্চলে হলেওপ্রচুর শাক-সবজি উৎপাদন হয়। সাদিক কিছু টাটকা সবজি নিয়ে তার মায়ের সাথে চট্টগ্রামের টিলাতলে মামাবাড়ি বেড়াতে যায়। সেখানে একদিন সে দেখে হঠাৎ
করে আকাশ ঘনকালো মেঘে ঢেকে আসে ও ঝড় বাতাস বইতে শুরু করে, এরপর শুরু হয় বৃষ্টি।
ক. ফসলের মৌসুম বলতে কী বোঝ?
খ. আলুকে কার্ডিনাল তাপমাত্রারসবজি বলার কারণ ব্যাখ্যা কর।
গ. সাদিকের কৃ ষি অঞ্চলের ফসলের বৈশিষ্ট্য উদ্দীপকের আলোকে মৌসুম অনুযায়ী বর্ণ না কর।
ঘ. সাদিক ও তার নানা বাড়ি অঞ্চলে আবহাওয়ার বৈশিষ্ট্যের তুলনা কর।
৪। শ্যামল বাবু তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির পাশের স্বল্প জমিতে টমেটো ও ফুলকপি চাষ শুরু করেন। এ ছাড়া বাড়ির পিছনে তার ৫ বছরের পুরনো আমের একটি বাগানও আছে। শ্যামল বাবু আম বাগানে যে সেচ পদ্ধতিটি অনুসরণ করে সফলতা লাভ করেন তা তার সবজি ক্ষেতে প্রয়োগ করেন। এতে সবজি বাগানে সমস্যা দেখা দেয়।
ক. পানি সেচ কেন দেওয়া হয়?
খ. সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি প্রযুক্তি ব্যাখ্যা কর।
গ. শ্যামল বাবু যে সেচ পদ্ধতি প্রয়োগ করে চাষে সফলতা পান তা ব্যাখ্যা কর।
ঘ. শ্যামল বাবু কীভাবে সবজি ক্ষেতে উদ্ভূত সমস্যা সমাধান করবেন বিশ্লেষণ কর।
৫।
ক. পত্রঝরা উদ্ভিদ কাকে বলে?
খ. কাঁঠাল গাছকে বন্যামুক্ত স্থানে রোপণ করতে হয় কেন ব্যাখ্যা কর।
গ. কৃ ত্রিমভাবে বংশবিস্তারে উপরের যে পদ্ধতিটি ব্যবহার করা হয় তা ব্যাখ্যা কর।
ঘ. কৃষিজ সামগ্রী, নির্মাণ কাজে চিত্রে প্রদর্শিত উদ্ভিদটির ভূমিকা মূল্যায়ন কর।
৬। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজিদ প্রায়ই পেটের অসুখ ও চর্মরোগে ভোগে। গ্রীষ্মের ছুটিতেগ্রামের বাড়িতে বেড়াতে এলে দাদা সাজিদকে তাঁর বাগানের একটি গাছের পাতা এবং ছালের রস খাওয়ান ও শরীরে লাগিয়ে দেন। এতে সে সুস্থ হয়ে ওঠে। এ ছাড়া দাদা সাজিদকে তাঁর বাড়ির বিশেষ একটি ফলের বাগানও ঘুরিয়ে দেখান। সাজিদকে তাঁর দাদা আকারে সর্বাপেক্ষা বড় ও বিশেষ গুণসম্পন্ন ঐ ফলটি সম্পর্কে ধারণা দেন।
ক. মেহগনি গাছের একটি প্রজাতির নাম লেখ।
খ. বাঁশকে নির্মাণ সামগ্রী বলার কারণ ব্যাখ্যা কর।
গ. সাজিদের দাদার বাগানের ঐ ফলটি বিশেষ গুণসম্পন্ন কেন, কারণ ব্যাখ্যা কর।
ঘ. গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব কৃষিতে সাজিদের ব্যবহার করা গাছটির উপযোগিতা বিশ্লেষণ কর।
৭।দরিদ্র কৃ ষক পরিবারের মেয়ে আবিদা যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মুরগি পালনের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে সে ১০টি দেশি ডিমপাড়া মুরগি কিনে আনে এবং বাড়ির মুক্ত পরিবেশে পালন শুরু করে। কিছু দিনের মধ্যেই মুরগিগুলো ডিম দিতে শুরু করে এবং আবিদার পরিবারে সচ্ছলতা আসে। আবিদার প্রতিবেশী শিউলিও তার দেখাদেখি মুরগি পালনে উদ্বুদ্ধহয়ে ২০টি ফাউমি জাতের মুরগি ক্রয় করে এবং আবিদার মতো করে মুরগি পালন শুরু করে। কিন্তু কিছুদিন যেতেই শিউলির ৩টি মুরগিকে মৃত এবং বেশ কয়েকটি মুরগিকে ঝিমুতে দেখা
যায়।
ক. রোগ বলতে কী বুঝ?
খ. মুরগিকে টিকা দেওয়া হয় কেন? ব্যাখ্যা কর।
গ. মুরগি পালনে আবিদার সফলতার কারণ ব্যাখ্যা কর।
ঘ. শিউলির ব্যর্থতার কারণ বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
৮।মমিন মিয়া তার বাড়ির দক্ষিণ পাশের উঁচু ও পূর্বপাশের নিচু দুই ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মাটিতে পেঁপে চাষের সিদ্ধান্তনেন। এ লক্ষ্যে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে জমি তৈরি, সার প্রয়োগ, চারা রোপণসহ অন্যান্য পরিচর্যা যথাযথভাবে সম্পন্ন করেন। কিন্তু কিছুদিন পর তিনি লক্ষ করেন যে, দক্ষিণ পাশের পেঁপে গাছগুলোর স্বাভাবিক অবস্থা থাকলেও পূর্ব পাশের ক্ষেতের কিছু কিছু চারা ঢলে পড়েছে ও পাতা হলদে ভাব হয়েছে।
ক. বস্তুগত উপকরণ ব্যয় বলতে কী বুঝ?
খ. অতি বৃষ্টি রজনীগন্ধা চাষে ঝুঁকি বাড়ায় কেন? ব্যাখ্যা কর।
গ. মমিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশের পেঁ পে গাছগুলো স্বাভাবিক হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. বাড়ির পূর্ব পাশের গাছগুলোর উদ্ভুত সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ কর।
৯।আকাশের বাড়ি শ্রীপুর গ্রামে । সে পেটের পীড়া ও চর্ম রোগে ভুগছে।ডাক্তার তাকে একটি গাছের ছাল ও পাতার রস খাওয়ালেন এবং শরীরে লাগালেন ।এতে আকাশ সুস্থ হলো।
(ক) ঔষধি উদ্ভিদ কাকে বলে ?
(খ) বাঁশকে গরিবের কাঠ বলা হয় কেন?
(গ)আকাশের রোগ নিরাময়ে ব্যবহ্রত গাছটির বৈশিষ্ঠ্য লিখ।
(ঘ) আকাশের রোগ নিরাময়ে ব্যবহ্রত গাছটির উপযোগীতা বিশ্লেষণ কর।
Leave a Reply