নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ: পরিপত্র ডিসেম্বরে

By Naeem hasan

Updated on:

Advertisements

নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিয়োগে পরিপত্র জারি হচ্ছে ডিসেম্বরে। শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।Non Govt. Teacher Recuitment

সূত্রমতে, শিক্ষামন্ত্রী দেশের বাইরে আছেন। ২৯ নভেম্বরে তার ফেরার কথা আছে। এ ছাড়া নিবন্ধন পাস করা পুরানো প্রায় সাড়ে ৪ লাখ প্রার্থীর মেধা তালিকা তৈরির কাজ চলছে। এতে সময়ও লাগছে বেশ। এসব কারণে পরিপত্র জারি করতে দেরি হচ্ছে। ফলে ২২ অক্টোবর থেকে নিয়োগের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকবে আরও কয়েকসপ্তাহ।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষামন্ত্রণালয়ের পদস্থ এক কর্মকর্তা জানান, এবার সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। পরবর্তী পরিপত্রটি জারির পর যেন আর কোনও প্রশ্ন না থাকে। এজন্য সময নিয়ে ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কাজ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের বিষয়ে পরিপত্র জারি করা হবে।

খবরটি পূর্বে এই সাইটে প্রকাশিত ।

Leave a Comment