ইতিহাসের এই দিনে – ২রা নভেম্বর

বিশেষ দিবস

  • বিশ্ব নিউমোনিয়া দিবস ৷

ঘটনাবলী

  • ১৭৭২ সালের এই দিনে মর্নিং পোস্ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
  • ১৭৭৪ সালের এই দিনে রবার্ট ক্লাইভ লন্ডনে আত্মহত্যা করেন।
  • ১৮১৮ সালের এই দিনে বিখ্যাত ইংরেজ আইন সংস্কারক স্যামুয়েল রোমিলি মৃত্যুবরণ করেন।
  • ১৮৭৬ সালের এই দিনে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার এ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।
  • ১৮৮৯ সালের এই দিনে উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা আমেরিকার যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
  • ১৯০৩ সালের এই দিনে লন্ডনে মহিলাদের দৈনিক পত্রিকা হিসেবে ডেইলি মিরর এর প্রকাশনা শুরু হয়।
  • ১৯১৪ সালের এই দিনে রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯১৬ সালের এই দিনে পবিত্র মক্কা ও মদীনা শহরের গভর্নর শরীফ হোসেন নিজে সমস্ত আরব ভূখন্ডের সুলতান বা বাদশাহ বলে ঘোষণা করেন ।
  • ১৯১৬ সালের এই দিনে ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য তথাকথিত আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন।
  • ১৯১৭ সালের এই দিনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ফিলিস্তিনে ইহুদীদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদনসূচক বালফোর ঘোষণা দেন।
  • ১৯২০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।
  • ১৯৩০ সালের এই দিনে হাইলে সোলাসী ইথিউপিয়ার সম্রাট হন। তাকে কেন্দ্র করে রাস্তাফারি ধর্মীয় আন্দোলন শুরু হয়।
  • ১৯৩৬ সালের এই দিনে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৯ সালের এই দিনে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে তিন’শ বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল ।
  • ১৯৫৩ – গণপরিষদে পাকিস্তানের নাম দেশ পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র দেওয়া হয়।
  • ১৯৬০ সালের এই দিনে ‘লেডি চ্যাটার্লিজ লাভার’ প্রকাশ করে পেঙ্গুইন বুকস। অশ্লীলতার জন্য সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে।
  • ১৯৬৩ সালের এই দিনে সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।
  • ১৯৬৪ সালের এই দিনে বাদশা ফয়সাল সৌদি আরবের সিংহাসনে বসেন।
  • ১৯৯১ সালের এই দিনে বহুদলীয় গণতান্ত্রিক আন্দোলনের নেতা ফ্রেডেরিখ চিলুবা জাম্বিয়ার রাষ্ট্রপতি হন।
  • ২০০৪ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মজুদ সকল এন্টি পার্সোনেল মাইন বা মানব বিধ্বংসী মাইন ধ্বংস করা হয়।

জন্ম

 

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

  • ০৬৮২ সালের এই দিনে উমাইয়া বংশীয় শাসক উমর ইবনে আবদুল আজিজ ( দ্বিতীয় উমর ) জন্মগ্রহন করেন।
  • ০৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহমুদ গজনভি, তিনি ছিলেন গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক।
  • ১৭৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস কে. পোক, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১১ তম প্রেসিডেন্ট।
  • ১৮১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ বুল, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।
  • ১৮৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মহেন্দ্রলাল সরকার, তিনি ছিলেন ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক।
  • ১৮৬৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি ওয়ারেন জি. হার্ডিং জন্মগ্রহন করেন।
  • ১৮৭৭ সালের এই দিনে ইসমাইলী মুসলিম সম্প্রদায়ের নেতা আগা খান (তৃতীয়) জন্মগ্রহন করেন।
  • ১৮৮৬ সালের এই দিনে আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহন করেন।
  • ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অডয়সেয়ান ইয়টিস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
  • ১৯২৯ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী কানাডীয়-মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ রিচার্ড এডওয়ার্ড টেইলর জন্মগ্রহণ করেন।
  • ১৯৫৯ সালের এই দিনে স্কটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার পিটার মুলান জন্মগ্রহণ করেন।
  • ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শাহরুখ খান, জনপ্রিয় তিনি ভারতীয় অভিনেতা ও প্রযোজক।
  • ১৯৭১ সালের এই দিনে গজনীর সুলতান মাহমুদ জন্মগ্রহন করেন।
  • ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সামান্থা এমাক অ্যাণ্ড, তিনি ইংরেজ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।
  • ১৯৭৭ সালের এই দিনে অস্ট্রেলীয়ার কিংবদন্তী কৃকেটার ভিক্টর ট্রম্পার জন্মগ্রহন করেন।
  • ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ইটান্ডজে, তিনি ফরাসি ফুটবলার।
  • ১৯৮৬ সালের এই দিনে বাংলাদেশী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবি দেবেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহন করেন।

মৃত্যু

  • ১৮৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যিশাইয়র টেগ্নের, তিনি ছিলেন সুইডিশ কবি ও বিশপ।
  • ১৯৫০ সালের এই দিনে নোবেলজয়ী [১৯২৫] আইরিশ নাট্যকার জর্জ বার্নাড শ মৃত্যুবরণ করেন।
  • ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এনজিও ডিনহ ডিয়েম, তিনি ছিলেন ভিয়েতনামী রাজনীতিবিদ, ১ম রাষ্ট্রপতি।
  • ১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।
  • ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ ইন্তেকাল করেন।
  • ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিয়ের পাওলো পাসোলিনি, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
  • ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভা ক্যাসিডি, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গিটারিস্ট।
  • ২০০৭ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার অভিনেতা হেনরি কেলে মৃত্যুবরণ করেন।
  • ২০১২ সালের এই দিনে সুইডিশ অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার হান্স লিন্ডগ্রেন মৃত্যুবরণ করেন।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিফোর্ড নাস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও অধ্যাপক।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*