ইংরেজি হল একটি আন্তর্জাতিক ভাষা। কর্মক্ষেত্র থেকে শুরু করে জীবনের নানা পর্যায়ে ইংরেজি নামক অধ্যায়ের গুরুত্ব অপরিসীম। কিন্তু আমরা কজনই বা পারি সাবলীল ভাবে ইংলিশ বলতে বা লিখতে।
ইংলিশ বলার সময় কিন্তু খুব একটা ভুল চোখে পড়ে না। কিন্তু লিখার সময় আমাদেরকে অবশ্যই গ্রামার মেনে বিশুদ্ধভাবে লিখতে হয়। এজন্য আমাদেরকে টেকনিক মেনে ইংলিশ গ্রামার শিখতে হবে।
Creative English Grammar বইটি শিক্ষার্থীদের ইংরেজি গ্রামার সম্পর্কে মনের কোণে লুকিয়ে থাকা গ্রামার সম্পর্কিত অনেক প্রশ্নের জবাব হাজির করবে। সম্পূর্ণ নতুন একটি ভঙ্গিতে রচনা করা এ বইটি খুব সহজ- সরলভাবে কিছু টেকনিক, নিয়ম ও উদাহরণ মাধ্যমে ইংরেজি গ্রামার বিষয়টিকে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হয়েছে। আর যারা শ্রেণীকক্ষের গন্ডি পেরিয়ে গেছেন অথচ প্রতিনিয়ত বিব্রত হন গ্রামারের টুকিটাকি সমস্যা নিয়ে, তাদের জন্যও বইটি যথেষ্ট সহযোগিতা দেবে।
বইটির জন্য যোগাযোগ করুন :
01846459358
01867925841
Leave a Reply