![Education Barta](https://lekhaporabd.net/wp-content/uploads/2015/10/Education-Barta.jpg)
চালু হয়েছে শিক্ষাবিষয়ক নতুন সাইট এডুকেশন বার্তা (www.educationbarta.com)। শিক্ষার্থীদের জন্য দরকারি সব তথ্যই আছে এ সাইটে।
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য ছাড়াও থাকছে বিদেশে উচ্চশিক্ষার জন্য দরকারি তথ্য ও পরামর্শ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত পাঠ প্রস্তুতির পাশাপাশি আছে বৃত্তি, ই-বুক, টিপস ও টিউটোরিয়াল। প্রাথমিক থেকে মাস্টার্স স্তরের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাংলা ভাষায় সাজানো হয়েছে সাইটটি।
২০১১ সালে চালু হওয়া জনপ্রিয় ওয়েবসাইট স্টুডেন্ট কেয়ার বিডি’র নাম পরিবর্তন করে ‘এডুকেশন বার্তা’ রাখা হয়। নতুন ফেসবুক পেজ : www.facebook.com/EducationBarta
Leave a Reply