২০১৫-২০১৬ সেশনে এবার যারা Admit হবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা

Durjoyভর্তি পরীক্ষা VS জিপিএ আপনারা ইতিমধ্যে এই দুইটি বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন। কেউ ভাবছেন পরীক্ষা হবে কেউ ভাবছেন পরীক্ষা হবে না জিপিএ র মাধ্যমে ভর্তি নিবে।

আসলে এই সকল ভাবনাচিন্তাটা হওয়া স্বাভাবিক। কারণ NU মাঝে মাঝে এমন সিদ্ধান্তরেরর মধ্যে পড়ে যা ছাত্রছাত্রীদের ভোগান্তি ছাড়া আর কিছুই না। NU এর তথ্য মতে আমরা এখনও কোন সিউর নিউজ এখনও পায়নি। তবে ধারনা করা হচ্ছে পরীক্ষার মাধ্যমে ভর্তি ৭০% হওয়ার আশঙ্কা রয়েছে। আর জিপিএ ৩০% এখন আপনারা হয়তো অনেকে পরীক্ষার প্রস্তুতি ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে আছেন। ভাবছেন জিপিএ দ্বারা যখন ভর্তি করানো হবে ভখন পড়ে কি লাভ?? এবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি পড়ে কি লাভ…..

আসলে নতুন করে বলার কিছুই নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে উঠতে পারে না। তাই বলি আপনারা সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে পড়ায় মনযোগী হন। জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তেই যাক না কেন আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান। মনে রাখবেন পড়াশোনায় কোন ক্ষতি নেই। যত পড়বেন তত শিখতে পারবেন।

আপনারা হয়তো অনেক পেজ, গ্রুপে বিভিন্ন রকম নিউজ শুনতেছেন। কেউ বলে পরীক্ষা হবে আবার কেউ বলে পরীক্ষা হবে না। এসকল নিউজ এর দিকে কান না দিয়ে আপনারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি স্বরুপ পড়াশোনা চালিয়ে যান। যদি জিপিএ দ্বারা ভর্তি করানো হয় তাহলে আপনার ভাবমূর্তি এমন হতে পারে যে, এতদিন কষ্ট করে পড়াশোনা করলাম আর এখন শালারা বলে জিপিএ দ্বারা ভর্তি নিবে।

ভাই এই সকল ভাবমূর্তি মাথা থেকে নামিয়ে ফেলুন। কারণ পড়াশোনা করায় কোন ক্ষতি নাই বরং লাভ। আপনার এই কষ্টটা এখন যদি কাজে নাও লাগে ভবিষ্যৎ এ কিন্তু কাজে আসবে। বিসিএস, প্রিলিমারি, জব প্রিপারেশন ও বিভিন্ন জব এর জন্য আপনার এই পড়াশোনাটুকু কিছু না কিছু আপনাকে এগিয়ে নিবে। লেধাপড়ায় লাভ ক্ষতি বিচার করলে হবে না।

পরিশেষে আমি আপনাদের একটি কথায় বলবো, আপনারা যে যার মত প্রিপারেশন নিতে থাকুন। আর ২ মাস এর মত সময় আছে, এই সময়টুকু কঠিন পরিশ্রমের জন্য কাজে লাগান। জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তেই যাক না কেন আপনারা আপনাদের মত প্রিপারেশন নিতে থাকুন। হোক না জিপিএ আর হোক না পরীক্ষা, কোন কিছুতে কান দিবেন না।

আমি চাই অন্তত এই ব্লগের ভিজিটররা তাদের সর্বশেষ প্রস্তুতি নিয়ে রাখুক। পড়াশোনা করতে থাকুন যদি আমার কথা হেলা মনে করে ফেলে দেন তাহলে নিশ্চয় আপনি ঠকবেন। কারন যদি পরীক্ষার মাধ্যমেই ভর্তি সিদ্ধান্ত নেয় তাহলে আপনার মত কাঙ্গাল আর কেউ নেই।

সুতরাং জিপিএ হোক আর পরীক্ষায় হোক লাভ ক্ষতির চিন্তা না করে প্রিপারেশন নিয়ে রাখুন। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য এই পোষ্টি পড়ে লাভ হল নাকি ক্ষতি হলো জানাতে ভুলবেন না।।।।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*