ইউসি ব্রাউজার ব্যবহারকারীদের নিয়ে প্রথম মিট আপ অনুষ্ঠিত

By আল মামুন মুন্না

Updated on:

Advertisements

বিশ্বের জনপ্রিয় মোবাইল ব্রাউজার ইউসি দেশে প্রথম বারের মত তাদের ব্যবহারকারীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। ইউসি ব্রাউজার ইউজার কমিউনিটির উদ্যোগে ১৫ আগস্ট রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ২১৫ জন ব্যবহারকারীদের নিয়ে মিট আপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউসি ব্রাউজার বাংলাদেশ কমিউনিটির প্রধান মীর রাসেল, কমিউনিটি ম্যানেজার আসিফ আলমগীর, অর্গানাইজার শারাফাত আহমেদ সাবির এবং ব্র্যান্ড অ্যাডভোকেট আসিফ ইকবাল।Users 1st meet up in Bangladesh
অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

বক্তব্য রাখছেন ইউসি ব্রাউজার বাংলাদেশ কমিউনিটির প্রধান মীর রাসেল
মীর রাসেল

পরে ইউসি ব্রাউজার বাংলাদেশের কমিউনিটি লিডার মীর রাসেল ইউসি ব্রাউজার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘২০০৪ সালে ব্রাউজারটির যাত্রা শুরু হয়। প্রতিদিন ১০ কোটি মানুষ ইউসি ব্রাউজার ব্যবহার করছে। ২০১৪ সাল থেকে ইউসি বাংলাদেশের বাজার নিয়ে কাজ শুরু করে। এদেশে প্রতিদিন কয়েকলাখ মানুষ ব্রাউজারটি ব্যবহার করছে।

রাসেল জানান, ইউসি ব্রাউজারের বাংলা ভার্সন চালু করার জন্য কাজ চলছে। এছাড়া খুব শিগগিরই ইউসি ব্রাউজার ইউজার কমিউনিটি চালু করা হবে। অনুষ্ঠানে ব্রাউজারটির ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা ‍তুলে ধরেন। এরপর ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিউটিনিটির সদস্যরা। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।Users 1st meet up in Bangladesh

কুইজে তিনজন প্রতিযোগীকে বিজয়ী করা হয়। বিজয়ীরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাধন চন্দ্র দে এবং সজল। এরা ইউসি ব্রাউজারের সৌজন্যে ৫০০ টাকার মোবাইল রিচার্জ পাবেন এবং ইউসি ব্রাউজার সততার পুরস্কার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন্নেসা চয়নকে ৫০০ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন ইউসি মিডিয়া অ্যাডভোকেট আসিফ ইকবাল।Users 1st meet up in Bangladesh

এছাড়া একটি সিম্ফনি এক্সপ্লোরার স্মার্টফোন জেতার সুযোগ করে দিয়েছে ইউসি ব্রাউজার বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভিজিট করুন: bit.ly/ucersquestion, সেরা একজন প্রশ্ন উত্তরকারী প্রতিযোগীকে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

Leave a Comment