আজ ৯ আগস্ট সাধারণ আটটি বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ফলাফল হস্তান্তর করেন। এবার মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৬১ হাজার ৬১৪ জন এবং পাশ করেছে ৭ লক্ষ ৩৮ হাজার ৮৭২ জন। চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন বোর্ড এর পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা…
সারাদেশে গড় পাশের হার ৬৯.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন
মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯০.১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৫ জন
কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.৫৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৩০ জন
চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৬৩.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৯ জন
কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন
দিনাজপুর বোর্ডে পাশের হার ৭০.৪৩ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৯৩ জন
সিলেট বোর্ডের পাশের হার ৭৪.৫৭ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৫৬ জন
বরিশাল বোর্ডে পাশের হার ৭০.০৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৯ জন
যশোর বোর্ডে পাশের হার ৪৬.৪৫ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯২৭ জন
রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৫৪ শতাংশ।
বিগত কয়েক বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল অবরোধের কারণে এবার পাশের হার কমেছে। প্রতি বছরই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ের আসন সংকটের কারণে তাদের ছেলেমেয়েদের ভর্তি নিয়ে উদ্বিগ্ন থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী কলেজসমূহকে সরকারী বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী কলেজসমূহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তভূর্ক্ত করার কথা উল্লেখ করেন।
Leave a Reply