কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যে স্কলারশিপ নিয়ে স্নাতককোত্তর এবং পিএইচডি করতে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীরা কমনওয়েলথ বৃত্তি ২০২২ এর জন্য আবেদন করতে পারবেন। কমনওয়েলথ স্কলারশিপস ইন দ্যা ইউনাইটেড কিংডম ২০২৩ এর জন্য দরখাস্তের আহ্বান করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর ২০২২ পর্যন্ত।
১৯৮৩ সাল থেকে এই স্কলারশিপের যাত্রা শুরু হয়। এবং এই প্রোগ্রামের অর্থায়ন করে থাকে ‘Department of International Development’ । প্রায় ৩৫ হাজার জন এ পর্যন্ত কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ পেয়েছেন। প্রতি বছর প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে কমনওয়েলথ বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ এ আবেদনের যোগ্যতা:
• কমনওলেথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
• নেতৃত্বেদানের ক্ষমতা থাকতে হবে।
• আর্থিক প্রয়োজনীয়তার কারণ দেখাতে হবে৷
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• একটি গবেষণা পরিকল্পনা থাকতে হবে।
• দ্বিতীয় মাস্টার্স করতে চাইলে, কেন দ্বিতীয় মাস্টার্স করতে চাচ্ছেন তার কারণ দর্শাতে হবে।
• আবেদনকারীর কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এক্ষেত্রে সিজিপিএ যত বেশি হবে, বৃত্তি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে।
এক নজরে কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩
যে দেশ থেকে আবেদন করা যাবে | কমনওলেথভুক্ত |
ন্যুন্যতম জিপিএ | ৩.০০ |
আবেদনের সময়সীমা | ১২ অক্টোবর ২০২২ |
অনলাইন আবেদনের ওয়েবসাইট | www.ugc.gov.bd |
যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় কমনওয়েলথ ফুল ফ্রি স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২২
আবেদন জমা দেয়ার ঠিকানাঃ
সচিব, উচ্চশিক্ষা কমিশন, আগারগাঁও প্রশাসনিক ভবন এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। প্রার্থীরা http://www.ugc.gov.bd থেকে কমনওয়েলথ স্কলারশিপ ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
Leave a Reply