বিনামূল্যে টেলিটকের আগামী সিম পেতে হলে কি করবেন

প্রতিবছরের ন্যায় এবারও এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের টেলিটক দিচ্ছে ফ্রি আগামী সিম সংযোগ, বান্ডল অফারসহ দেশের সর্বনিম্ন ট্যারিফের সুবিধা।

২০১৫ সালে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছা্ত্র-ছাত্রী এবং সেইসাথে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্ত যেসব ছাত্র-ছাত্রী আগামী সিম নিতে পারেনি, তারাও এবার সিমের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন শুরু ১লা আগস্ট ২০১৫ থেকে।

প্রথমে জেনে নেই কি কি সুবিধা এই সিমের :

দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে ভয়েস ও ভিডিও কল মাত্র ২৫ পয়সা/মিনিট ।
অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত ২৪ ঘন্টা ।
২৫/এস.এম.এস. যেকোন টেলিটক নাম্বারে ।
১ জিবি ডাটা ১০০ টাকায় (২জি) ! মেয়াদ ৩০ দিন ।
১ জিবি ডাটা ১৫০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন ।
২০ এমবি ডাটা ৫ টাকায় (২জি) ! মেয়াদ ১দিন ।
২০ এমবি ডাটা ৬ টাকায় (৩জি) ! মেয়াদ ১দিন ।
প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ মেগা ডাটা ও ২৫ টি ফ্রী এস.এম.এস. একদম ফ্রী !
স্পেশাল সিরিজের নাম্বার !

সিম পেতে আপনাকে যা যা করতে হবে :

১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5<space>Board<space>Roll<space>Passing year<space>Mobile no লিখে 16222 এ SMS করতে হবে ।
[ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর ,Passing Year 2014/2015 , মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন । ] উদাহরণ – GPA5 Dhaka 123456 2015 01xxxxxxxxx

২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন ।

৩. এরপর অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://agami.teletalk.com.bd –তে ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে । অথবা রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন

৪. সকল তথ্য দিয়ে তারপর সাবমিট এ ক্লিক করতে হবে । সাবমিট এ ক্লিক করার পর নিচের মতো একটি পেইজ আসবে । এখানে আপনি আপনার বাবা অথবা মা এর নামে সিমটি রেজিস্ট্রেশন এর জন্য সকল তথ্য দিয়ে পূরণ করবেন ।

৫. সকল তথ্য পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন । এখানে ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন । আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন । Identifier এ আপনার পরিচিত কারো নাম , ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন । তথ্য ঠিক থাকলে আপনি একটি পেজ পাবেন।

৬.এই পেইজে আপনি প্রথমে আপনার সব তথ্য চেক করে নিশ্চিত হবেন এবং Confirm এ ক্লিক করবেন । তারপর আপনি প্রিন্ট বা সেভ করার অপশন পাবেন ।

৭. তারপর আপনি অবশ্যই ফর্মটি প্রিন্ট করে নিবেন ।

আপাততো আপনার কাজ শেষ ।

সিমের জন্য এই রেজিস্ট্রেশন চলবে ১৫/০৯/২০১৫ পর্যন্ত । তারপর আপনি সিম তোলবেন । টেলিটক থেকে জানিয়ে দেয়া হবে কোনদিন থেকে সিম দেয়া শুরু হবে ।
সিম প্রদানের সময়, তারিখ ও স্থান এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে।

সিম সংগ্রহ করবেন যেভাবে :

১. আপনি পূরণ করার সময় সিম তোলার জন্যে যে কাস্টমার কেয়ার সিলেক্ট করেছিলেন শুধুমাত্র সেই কাস্টমার কেয়ার থেকেই সিমটি সংগ্রহ করতে পারবেন ।
২. সিম সংগ্রহ করার তারিখ দেয়ার পর আপনি যে অভিভাবকের নামে রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং অবশ্যই যে ফরমটি প্রিন্ট করেছিলেন তা জমা দিতে হবে ।
৩. আপনাকে অবশ্যই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর এস.এস.সি-র প্রবেশ পত্রের মুল কপি দেখাতে হবে
এভাবে আপনি আপনার সিমটি সংগ্রহ করতে পারবেন ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*