২৯ জুলাই ২০১৫ তারিখ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেলো বেসরকারি সিটি ইউনিভার্সিটির (সিইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান।City University Convocation 2015

সমাবর্তনে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।

সমাবর্তনে আরো উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

শিক্ষার্থীরা জানান, এই অর্জন তাদের সাড়া জীবনের জন্য স্বরনীয় হয়ে থাকবে। এছাড়া এটি জীবনের শ্রেষ্ঠ পাওয়া বলেও উল্লেখ করেন তারা।

By লেখাপড়া বিডি ডেস্ক

লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *