৪৫ তম বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র বেফাক কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট ২০২২

আপনি কি ৪৫ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২২ খুঁজছেন? বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র (বেফাক) ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে গড় পাশের হার ৭৩ দশমিক ৮৮ শতাংশ। ৩০ এপ্রিল ২০২২ তারিখ ৪৫তম বেফাকের রেজাল্ট ২০২২ প্রকাশ করা হয়। রাজধানী যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে ৪৫তম বেফাকের ফলাফল ২০২২ ঘোষণা করেন।

৪৫ তম বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র (বেফাক) কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২২  এর পরিসংখ্যান

ফলাফল বিশ্লেষণে দেখা গেছ, এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৫ হাজার ৬৩১ জন, এর মধ্যে ১ লাখ ২ হাজার ৭২৭ জন ছাত্র, ১ লাখ ২২ হাজার ৯০৪ জন ছাত্রী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মেধাতালিকা ‘মুমতায’ অর্থাৎ স্টার মার্কস পেয়েছে ৩৩ হাজার ৪৩৩ জন, প্রথম বিভাগ (জায়্যিদ জিদ্দান) পেয়েছে ৩৭ হাজার ৬৬৫ জন, দ্বিতীয় বিভাগ (জায়্যিদ) পেয়েছে ৪০ হাজার ৯০৭ জন, তৃতীয় বিভাগ (মাকবুল) পেয়েছে ৫৪ হাজার ৬৮৩ জন।

৪৫তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ

৪৫ তম বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র (বেফাক) কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট ২০২২ অনলাইনে দেখবেন যেভাবে

অনলাইনে wifaqresult.comলিঙ্কে গিয়ে ফলাফল জানা যাবে

এছড়াও নিচের লিংকগুলো থেকে pdf ফাইল ডাউনলোড করেও ৪৫ তম  বেফাকের রেজাল্ট জানা জাবেঃ

রোল নম্বর দিয়ে ৪৫তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২২ pdf ডাউনলোড
ফযীলাত পুরুষ-2022
ডাউনলোড করুন
ফযীলাত মহিলা-2022 ডাউনলোড করুন
সানাবিয়া পুরুষ-2022
ডাউনলোড করুন
সানাবিয়া মহিলা-2022
ডাউনলোড করুন
মুতাওয়াসসিতা পুরুষ-2022
ডাউনলোড করুন
মুতাওয়াসসিতা মহিলা-2022
ডাউনলোড করুন
ইবতিদাইয়া পুরুষ-2022
ডাউনলোড করুন
ইবতিদাইয়া মহিলা-2022
ডাউনলোড করুন
হিফযুল কুরআন-2022
ডাউনলোড করুন
কিরাআত-2022
ডাউনলোড করুন

এসএমএস এর মাধ্যমে ৪৫ তম পরীক্ষার ফলাফল ২০২২ দেখবেন যেভাবে

মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল পেতে নিচের নিয়ম অনুসরণ করুনঃ
BEFAQ<space>First English Letter of Class<space>Roll Number<space>

লিখে পাঠিয়ে দিন 9933 নম্বরে।

উদাহরণঃ

BEFAQ T 123456

পাঠিয়ে দিন 9933 নম্বরে।

First English Letter of Class –

T’ for Takmeel,

F’ for Fazilat,

S’ for Sanabia Ulaiya,

M’ for Mutawassitah,

I’ for Ebtadaiyah,

H’ for Hifjul Quran,

Q’ for Qira’at

বেফাকের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে ৪৫তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২২ জানার নিয়মঃ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ আছে। বেফাকের রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট এর পাশাপাশি সেখানেও ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে পেইজটির লিংক এই পোস্টে সংযুক্ত করা হলোঃ

বেফাকের ভেরিফায়েড ফেসবুক পেইজের লিংকঃ https://www.facebook.com/wifaqbd





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*