শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে আরো ফলপ্রসু এবং শিক্ষাকে মানুষের দৌড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আবেদন অনলাইনে নেয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সেবার মাধ্যমে অনলাইন সেবায় আরেকটি কার্যক্রম যুক্ত হলো।
৬ জুলাই সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রো-রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সাব-টেকনিক্যাল অফিসারসহ আরও অনেকে।
উল্লেখ্য, শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে অধিভুক্ত কলেজের শিক্ষকগণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিটি পাবেন এই লিঙ্কে।
Leave a Reply