একাদশে ভর্তির দ্বিতীয় তালিকা যেকোনো সময়

একাদশে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা যেকোনো সময় প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক সোমবার (০৬ জুলাই) সাংবাদিকদের জানান, তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। যেকোনো সময় প্রকাশ করা হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়ায় ঢাকা শিক্ষা বোর্ডকে কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েটের আইআইসিটি।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য প্রথমবার সারা দেশে একযোগে অনলাইনে আবেদনের পর গত ২৮ জুন মধ্যরাতে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়।

এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী।
প্রথম মেধা তালিকা প্রকাশের পর নানা রকম অসঙ্গতি দেখা যাওয়ায় বিলম্ব ফি ছাড়া আগামী ২৬ জুলাই পর্যন্ত চার দফায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।

প্রথম মেধা তালিকা থেকে রোববার পর্যন্ত ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

উল্লেখ্য, প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি এর এই লিঙ্ক থেকেও দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *