২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোর জন্য আবেদন করেছে তিন লাখ ৬৯ হাজার জন।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট মঞ্জুরুল কবীর গতকাল সোমবার এই তথ্য জানান।
আবেদনের শেষ সময় ছিল গত রোববার রাত ১১টা ৫৯ মিনিট। ৬ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। এবার অনলাইন ও আগের মতো খুদে বার্তায় আবেদন গ্রহণ করা হয়।
ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। এরপর ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
মঞ্জুরুল কবীর জানান, কলেজগুলোর করণীয় সম্পর্কে ওয়েবসাইটে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ যেন সেটি দেখেন।
Leave a Reply