৩৬ তম বিসিএস পরীক্ষা-২০১৫ এর মৌখিক পরীক্ষার সময়সূচিসহ নির্দেশনা জেনে নিন এখান থেকে

৩৬ তম বিসিএস পরীক্ষা-২০১৫ এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। মৌখিক পরীক্ষার সময়সূচিসহ বিস্তারিত নির্দেশনা পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ

৩৬ তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচী ডাউনলোড

৩৬ তম বিসিএস পরীক্ষা-২০১৫ এর মৌখিক পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা

৩৬তম বিসিএসে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ০৭ ফেব্রুয়ারি পিএসসি এর ওয়েবসাইটে উক্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত ফলাফল দেখার লিংক নিচে দেওয়া হলোঃ

৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল ডাউনলোড

এর আগে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা গ্রহণেরর জন্য সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত ১৬ ও ২৩ আগস্ট দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে অবহিত করা হয়।

১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা চলে ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলে। পরীক্ষার সূচি ও নিয়মাবলী সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ

[৩৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার সূচি ডাউনলোড]

[৩৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার আসন বিন্যাস ডাউনলোড]

সংশ্লিষ্ট তারিখে সকাল ও বিকেলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে।

পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে পদ সংশ্লিষ্ট গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থ, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, ইলেক্ট্রনিক্স এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিষয়সমূহের ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

গাণিতিক যুক্তি (আবশ্যিক) বিষয়ের ক্ষেত্রে কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।

পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষার গেটে নিষিদ্ধ সামগ্রীর বিষয়ে তল্লাশি ও প্রবেশপত্র চেক করে প্রার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে প্রার্থীতা বাতিল ও আইনানুগ ব্যবস্থাসহ পিএসসির পরীক্ষার জন্য নিষিদ্ধ করা হবে।

৩৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি ২০১৬ তারিখ শুক্রবার সকাল সাড়ে ৯ঃ৩০ হতে ১১ঃ৩০ টা পর্যন্ত  অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রিমিলিনারি টেস্ট এর হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাও পিএসসির ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি তে প্রকাশ করা হয়েছিলো।

এরপর গত ১০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ১৩ হাজার ৮৩০ জন উত্তীর্ণ হন।

৩৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ডাউনলোড করুন।

এর আগে ২ হাজার ১৮০টি পদের জন্য ৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনলাইনে আবেদন প্রক্রিয়া ১৪ জুন সকাল ১০টা থেকে ২৩ জুলাই পর্যন্ত সম্পন্ন হয় । আর আবেদন ফি নির্ধারণ করা হয় ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী ও আদিবাসীদের জন্য আবেদন ফি ছিলো ১০০ টাকা। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই টাকা জমা দিতে হয়েছিলো। চলুন নেওয়া যাক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য….36th BCS

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্কসমূহঃ

অনলাইনে আবেদনপত্র (BPSC Form-1) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময় :

  • আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৪.০৬.২০১৫ তারিখ সকাল-১০:০০ টা৷
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৩.০৭.২০১৫ তারিখ সন্ধ্যা ৬:০০ টা৷
  • আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ : ২৩.০৭.২০১৫ সন্ধ্যা ৬:০০ টার মধ্যে৷
  • প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়ঃ ৮ জানুয়ারি ২০১৬ তারিখ শুক্রবার (সকাল সাড়ে ৯ঃ৩০ হতে ১১ঃ৩০ টা)।
  • লিখিত পরীক্ষার তারিখ ও সময়ঃ ১ সেপ্টেম্বর ২০১৬।

বি.দ্র. : Applicant’s Copy-তে উল্লেখিত সময় অনুযায়ী (অর্থাত্‍ ৭২ ঘন্টা) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হয়েছে। কাজেই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করাই ভালো হবে।

৩৬ তম বিসিএস এর গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ নিচে দেওয়া হলোঃ

বয়সসীমা : ০১ মে, ২০১৫ খ্রিঃ তারিখে বয়স :

ক. মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২-০৫-১৯৯৪ সর্বোচ্চ ০২-০৫-১৯৮৫ পর্যন্ত)৷

খ. মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২-০৫-১৯৯৪ সর্বোচ্চ ০২-০৫-১৯৮৩ পর্যন্ত)৷
গ. বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের জন্য শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর বেলায় বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ সর্বনিম্ন ০২-০৫-১৯৯৪ সর্বোচ্চ ০২-০৫-১৯৮৩ পর্যন্ত)৷

উল্লেখ্য প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না৷

কোন ক্যাডারে কত পদ: প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ ক্যাডারে মোট পদ রয়েছে ৫৪২ টি। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ টি, পুলিশ ক্যাডারে ১২০ টি, কর ক্যাডারে ৪৩ টি, তথ্য ক্যাডারে ৩৭ টি, সমবায় ক্যাডারে ২২ টি, পররাষ্ট্র ক্যাডারে ২০ টি, আনসার ক্যাডারে ১৯ টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ১৫ টি, খাদ্য ক্যাডারে সাতটি, ইকোনমিক ক্যাডারে চারটি, ডাকে দুটি এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে একটি পদ রয়েছে।

কৃষি ক্যাডারে ৩৯৭টি ও স্বাস্থ্য ক্যাডারে ১৮৭ টিসহ প্রফেশনাল বা কারিগরি ক্যাডারে মোট পদ রয়েছে ৭৪০ টি। এ ছাড়া বিসিএস সাধারণ শিক্ষায় ৮৭১ টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ২৩টি ও কারিগরি কলেজগুলোর জন্য চারটি পদ রয়েছে।

অনলাইনে ৩৬ তম বিসিএস এর আবেদন ফরম পূরণ করতে এই লিঙ্কে ক্লিক করুন।

আবেদন ফিঃ ৩৬তম বিসিএস পরীৰার ফি ৭০০ (সাতশত) টাকা এবং প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত বা তৃতীয় লিঙ্গের প্রার্থী ১০০/- (একশত টাকা)।

পরীক্ষার ফি পরিশোধের পদ্ধতিঃ 

অনলাইনে সফলভাবে আবেদন করার পর একটি Applicant’s Copy পাবেন যেটা আপনাকে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। উক্ত Applicant’s Copy তে একটি User ID দেওয়া থাকবে। আপনাকে এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

১ম SMS : মোবাইলের ম্যাসেজ অপশন এ গিয়ে লিখুন…

BCS <space>User ID

এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ BCS QRNTCBTP

Reply : Applicant’s Name, Tk-700(100 Tk. for Physically Handicapped, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be Charged as Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS < Space>Yes<Space>PIN and send to 16222.

২য় SMS : মোবাইলের ম্যাসেজ অপশন এ গিয়ে লিখুন…

BCS <space>Yes<Space>PIN

এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ BCS YES 12345678

Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for 36th BCS Examination. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).

পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে উদ্ধার করবেনঃ মোবাইলের ম্যাসেজ অপশন এ গিয়ে লিখুন…

 BCS<Space>HELP<Space>SSC Board <Space> SSC Roll<Space>SSC Year

এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

সিলেবাসঃ ৩৫তম বিসিএসের মতো এবারও ২০০ নম্বরেই প্রাথমিক বাছাই পরীক্ষা হবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।

আরো বিস্তারিত জানতে এই লিঙ্ক থেকে ৩৬ তম বিসিএস এর বিজ্ঞাপন ডাউনলোড করে নিন।

 ৩৬ তম বিসিএস এস সর্বশেষ সব আপডেট জানতে পারবেন লেখাপড়া বিডির বিসিএস বিভাগ থেকে।





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*