আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ১৩ জুন

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ ১৩ জুন শনিবার আনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্ধোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাউল আলম।
Ministry of Primary Education
প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষার্থীদের কাছে পড়ালেখার জন্য আকর্ষণীয় করে তুলতে ২০১২ সাল থেকে এ প্রতিযোগিতা শুরু হয় বলে গণমাধ্যমে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

প্রতিযোগিতার সাংস্কৃতিক বিষয়ে থাকবে আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, অভিনয়, নৃত্য, সঙ্গীত ও চিত্রাঙ্কণ এবং ক্রীড়া বিষয়ে ১০০ মিটার দৌড়, মোরগ লড়াই, বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অঙ্ক দৌড়, উচ্চ ও দীর্ঘ লম্ফ ইত্যাদি।

প্রতিযোগিতায় বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা/সিটি করপোরেশন এলাকাধীন থানা, জেলা, বিভাগ ও জাতীয়- এ ছয়টি পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশ নেবে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*