বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে রমজান ও গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। চলুন দেখে নেওয়া যাক কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কত দিনঃ
স্কুলে রমজানের ছুটি :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান উপলক্ষ্যে ছুটি : ১৫ জুন থেকে ২৪ জুলাই = ৩৯ দিন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছুটিঃ
১। ঢাকা বিশ্ববিদ্যালয় : ২১ জুন থেকে ১লা আগস্ট = ৪১ দিন (রমযানের ছুটি সহ)
২। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় : ২৬ মে থেকে ২৫ শে জুলাই = ৬১ দিন (রমযানের ছুটি সহ)
৩। খুলনা বিশ্ববিদ্যালয় : ১৫ মে থেকে ২৮ মে = ১৩ দিন
৪। রাজশাহী বিশ্ববিদ্যালয় : ৭ মে থেকে ৩১ মে = ২৪ দিন
৫। রুয়েট : ৭ মে থেকে ২২ মে = ১৫ দিন
৬। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল : ২৮ মে থেকে ১২ জুন = ১৬ দিন
৭। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ঃ ২১ জুন হতে ২৩ জুলাই = ৩২ দিন
উল্লেখ্য, এবার রাজনৈতিক অস্থিরতার কারণে বিঘ্ন ঘটায় কিছু বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ ছুড়িত তালিকা পাবেন এই লিঙ্কে।
Leave a Reply