স্কুল-কলেজের প্রতিষ্ঠাতাকে আজীবন সভাপতি করার দাবি

দেশের প্রায় ৩৫ হাজার এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজ রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান কোনো সমাজ সেবক, শিক্ষা দরদি, শিক্ষাবিদ কিংবা মহৎ ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন। এ ব্যক্তিদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পদাধিকার বলে আজীবন প্রতিষ্ঠাতা-সভাপতি হিসেবে গণ্য করার দাবি তোলা হয়েছে। DRU

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ বেসরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠাতা সোসাইটির মহাসচিব আবুল বশির এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

তিনি বলেন, দানশীল ব্যক্তিবর্গ সমাজের নিরক্ষরতা দূর করতে, গণসচেতনতা সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি কার্যক্রমে অংশগ্রহণে নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আজীবন প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গণ্য করতে হবে। মৃত্যুর পর তাদের ওয়ারিশদের মধ্যে কাউকে সভাপতি রাখার বিধান করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতার ছবি লাগানো, প্রতিষ্ঠাতার মৃত্যু ও জন্ম দিবস পালন, সরকারিভাবে বিভিন্ন খেতাবে ভূষিত করার দাবিও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল কলেজ প্রতিষ্ঠাতা সোসাইটির নির্বাহী চেয়ারম্যান আজহারুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান কলিম উল্যাহ প্রমুখ।

সৌজন্যেঃ বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *