অনলাইন আবেদন সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল!
একজনের এসএসএসি রোল জানা থাকলেই অন্যজন আবেদন করে দিতে পারে।
অসুবিধাটা কি?
কেউ যদি তার বন্ধুর সর্বনাশ করতে চায়, শুধুমাত্র তার বন্ধুর রোল জানা লাগবে। তারপর অনলাইনে গিয়ে সেই রোল দিলেই তার একটা আইডি খুলবে। সেই আইডি দিয়ে ইচ্ছামতো কলেজ নির্বাচন করে দিয়ে নিজের ফোন নম্বর দিয়ে রাখবে। এতোটুকু প্রক্রিয়ার মধ্যে কোনো টাকাই পরিশোধ করা লাগবে না। এরপর লগ ইন আইডি আর পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতে পারবে।
রোলধারী আবেদনকারী যখন নিজে আবেদন করতে যাবে তখন তার কাছে আইডি আর পাসওয়ার্ড চাইবে। সে নিজেই জানে না তার অগোচরে এতোকিছু হয়ে গেছে। আইডি রিট্রাইভাল করতে ফোন নম্বর চাইবে, সেটাও সেই প্রতারকের নিজস্ব নম্বর দেওয়া।
একটা শিক্ষার্থীর জীবন নষ্ট করতে এটুকুই জরুরি। তখন এসএমএস প্রক্রিয়া দিয়ে করতে গেলে কোনটাকে বোর্ড গুরুত্ব দিবে, জানা নেই।
সবাই অনলাইনে আবেদন করো বা না করো নিজের আইডি খুলে ইউজারনেম আর পাসওয়ার্ড জেনে রাখবে।
সরকারের এই নিরাপত্তা ব্যবস্থাহীন প্রক্রিয়ার নিন্দা জানাই। কপি / শেয়ার করে সংবাদটি ছড়িয়ে প্রতিবাদ গড়ে তুলুন যাতে দায়িত্বশীলরা অন্তত সতর্ক হতে পারে এবং এই বাজে প্রক্রিয়াটি সমাধান করতে পারে।
লিখেছেনঃ তানজিম আল ফাহিম
Leave a Reply